New Rules for Examination: চাকরির পরীক্ষার নিয়মে বদল! এবার টুকলি করলে বরবাদ হয়ে যাবে জীবন

নিজস্ব প্রতিবেদন : স্কুল, কলেজের পড়ুয়াদের পরীক্ষার পাশাপাশি নিয়োগ, অ্যাডমিশন সহ অন্যান্য বিভিন্ন ক্ষেত্রেও পরীক্ষা নেওয়া হয়। তবে স্কুল, কলেজে যেমন পরীক্ষার সময় পড়ুয়াদের একাংশকে টুকলি (Cheat) করতে দেখা যায়, ঠিক সেই রকমই নিয়োগ, অ্যাডমিশন সংক্রান্ত পরীক্ষার ক্ষেত্রেও একাংশ এমন ঘটনা ঘটিয়ে থাকেন। এই সকল ঘটনায় রাস আনতে এবার চাকরির পরীক্ষার নিয়মে বড় বদল (New Rules for Examination) আনতে চলেছে কেন্দ্র।

নিয়োগ অথবা এই ধরনের গুরুত্বপূর্ণ কোন পরীক্ষায় যাতে পরীক্ষার্থীরা টুকলি অথবা অন্য কোন জালিয়াতি করার মতো সুযোগ না পান তার জন্য এমন নিয়মে বদল আনা হচ্ছে। নতুন যে নিয়ম আনা হতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে, সেই নিয়মের কথা শুনলে কেউ আর টুকলি করা তো দূরের কথা এই নাম টুকুও মুখে আনবেন না। কেননা এবার নতুন এই নিয়ম চালু হলে এই ধরনের কাজ করলে জীবন একেবারেই বরবাদ হয়ে যাবে।

কেন্দ্র সরকারের তরফ থেকে টুকলি এবং জালিয়াতির মত ঘটনা রাস টানার জন্য নতুন একটি বিল সংসদে পেশ করেছে। সেই বিল খুব তাড়াতাড়ি পাস হয়ে যাবে বলেও আশা করা হচ্ছে। এই বিলটি পাস হয়ে আইনে পরিণত হলে এই ধরনের অসাধু অবলম্বন করা পরীক্ষার্থীরা ধরা পড়লেই ব্যাপক শাস্তির মুখে পড়তে হবে। তাদের জন্য খুলে যাবে জেলের দরজা। সেই জেলের দরজা আবার এক দু বছরের জন্য নয়, একেবারে তিন থেকে দশ বছরের জন্য।

আরও পড়ুন 👉 হেলমেট না পরা, ধোঁয়া পরীক্ষা ফেল! জানুন কোন ট্রাফিক আইন অমান্যে কত জরিমানা

আবার জেল হয়েও মুক্তি নাও পেতে পারেন ওই ধরনের গুরুত্বপূর্ণ পরীক্ষায় বসা পরীক্ষার্থী। এর পাশাপাশি ১ কোটি টাকা পর্যন্ত জরিমানাও হতে পারে। জরিমানার টাকা না দিলে আবার আলাদা করে জেল হতে পারে। পরীক্ষা হলে অসাধু পথ অবলম্বন করার পাশাপাশি প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে ভুয়ো নিয়োগ পত্র, চাকরির জন্য ভুয়ো প্রক্রিয়া অবলম্বন করা ইত্যাদি সব ক্ষেত্রেই এই নিয়ম কার্যকর হবে। এছাড়াও এই ধরনের কাজে যারা সাহায্য করবেন তাদের বিরুদ্ধেও একই ধরনের শাস্তি হতে পারে।

কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন যে নিয়ম আনা হচ্ছে সেই নিয়ম অনুযায়ী যে সকল চাকরি প্রার্থীরা ইউপিএসসি, এসএসসি, আরআরবি, ব্যাঙ্কিং পার্সোনাল টেস্ট, ন্যাশনাল টেস্টিং এজেন্সির মতো পরীক্ষায় বসছেন তাদের সব সময় সতর্ক থাকতে হবে। কেননা এই সকল পরীক্ষার ক্ষেত্রেই এই নিয়ম কার্যকর হতে চলেছে। সুতরাং এই ধরনের পরীক্ষায় কেউ যদি অসাধু পথ অবলম্বন করেন তাহলে তার জীবন বরবাদ হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। কেন্দ্রের তরফ থেকে এই যে বিল আনা হয়েছে তা হলো অ্যান্টি চিটিং বিল।