IPL New Rule: আইপিএলে নো বলের নিয়মে আসছে বদল! এবার নতুন পরিকল্পনা বিসিসিআই-এর

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ২০২৪ সালের আইপিএল (IPL 2024) ইতিমধ্যেই ক্রিকেট দুনিয়া কাঁপাতে শুরু করেছে। ইতিমধ্যেই হয়ে গিয়েছে বেশ কয়েকটি ম্যাচ। এছাড়াও বিসিসিআই চলতি বছর আইপিএলের পূর্ণাঙ্গ সূচীও প্রকাশ করে দিয়েছে। এসবের মধ্যেই এবার আইপিএল চলাকালীনই মাঝপথে নতুন একটি নিয়ম (IPL New Rule) যোগ হতে পারে বলেই জানা যাচ্ছে সূত্র মারফত।

Advertisements

২০২৪ সালের ১৭ তম আইপিএল শুরু হওয়ার আগেই একাধিক নিয়মে পরিবর্তন আনার ঘোষণা করা হয়েছিল আয়োজকদের তরফ থেকে। নিয়মে যে সকল পরিবর্তন আনা হয়েছে তার মধ্যে অন্যতম হলো, বোলাররা ওভারে দুটি করে বাউন্স দিতে পারবেন। এর ফলে গত কয়েক মরশুমে আইপিএলে যেভাবে রানের পাহাড় দেখা গিয়েছে তার কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে।

Advertisements

ওভারে দুটি করে বাউন্স দেওয়ার নিয়ম চালু করার পাশাপাশি আইপিএল কমিটি রিভিউয়ের জন্য চালু করেছে স্মার্ট রিপ্লে পদ্ধতি। এছাড়াও দুটি ওভারের মাঝে স্টপ ক্লক ব্যবহার করা হচ্ছে না। অন্যদিকে এই সকল নিয়মে পরিবর্তন আনার পাশাপাশি এবার নো বল নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আয়োজকরা। নতুন নিয়ম চালু করার জন্য নতুন প্রযুক্তির ব্যবহার করবে বিসিসিআই।

Advertisements

আরও পড়ুন ? IPL Dhoni’s Catch: বুড়ো হাড়ে ভেলকি! ছো মেরে স্লিপের ক্যাচ! ধোনিকে দেখে লজ্জা পাবে বাজপাখিও

ক্রিকেটের নিয়ম অনুসারে কোমরের উচ্চতায় ফুল টস বল করা হলে সেই বলকে নো বল ধরা হয়ে থাকে। কিন্তু কোমরের উচ্চতা ঠিক কতটা হবে তা নিয়ে নানান বিতর্ক রয়েছে। কেননা, যে সকল খেলোয়াররা মাঠে নামেন তাদের সবার উচ্চতা কিন্তু একরকম হয় না। উচ্চতা একরকম না হওয়ার কারণে কোমরের উচ্চতাও একরকম হয় না। যার ফলে কোমরের উচ্চতায় ফুল টস বলের নো নিয়ে বিতর্ক থেকেই যায়।

এই বিতর্কের অবসান ঘটাতে বিসিসিআই এবার আইপিএলে অংশগ্রহণকারী খেলোয়াড়দের কোমরের উচ্চতা মাপবে। তারপর সেই উচ্চতার মাপ রেকর্ড হিসাবে থাকবে সিস্টেমে। এক্ষেত্রে কোমরের উচ্চতায় ফুল টস বল হলে খেলোয়াড়দের কোমরের উচ্চতার মাপ দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। সূত্র মারফত জানা যাচ্ছে, বিসিসিআই নতুন এই নিয়ম চলতি বছর আইপিএল থেকেই শুরু করে দেবে। আর যদি সেই সূত্রের খবর সঠিক হয় তাহলে আইপিএলের মাঝেই নতুন এই নিয়ম চালু হয়ে যাবে।

Advertisements