HS Results Scrutiny: এবার ৭ দিনেই মিলবে উচ্চমাধ্যমিকের স্ক্রুটিনি-রিভিউয়ের রেজাল্ট, শুধু টাকা লাগবে ৪ গুণ

Prosun Kanti Das

Published on:

New rules for HS Result review and scrutiny have been launched: ২০২৪ উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে ৮ই মে। ফল প্রকাশের পর আশানুরূপ ফল না হলে অনেকেই স্ক্রুটিনির বা রিভিউ করার চিন্তাভাবনা নেন। এই বছর সাধারণ রিভিউ এবং স্ক্রুটিনির পাশাপাশি তৎকালীন স্ক্রুটিনি ও তৎকালীন রিভিউ বলে দুটি আলাদা অপশন (HS Results Scrutiny) চাই চালু করা হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে। সাধারণ স্ক্রুটিনি ও রিভিউ করলে ফল পেতে যতটা সময় লাগে তার থেকে অনেক কম সময়ে তৎকালীন স্ক্রুটিনি ও রিভিউ এর ফল হাতে পাবেন শিক্ষার্থীরা। এই সুবিধা নিতে গেলে খরচ পড়বে অনেকটাই বেশি। কিভাবে শিক্ষার্থীরা তৎকালীন স্ক্রুটিনি ও রিভিউ এর সুবিধা পাবার জন্য আবেদন করতে পারবে? তা আজকের প্রতিবেদনে আলোচনা করা হলো।

১০ই মে দুপুর ২ টো থেকে ১৩ ই মে রাত ১২ টা পর্যন্ত আবেদন প্রক্রিয়া চালু থাকবে, তৎকালীন স্কুটিনি ও রিভিউ (HS Results Scrutiny) এর জন্য। সব বিষয়ের জন্য তৎকালীন স্ক্রুটিনির আবেদন করতে পারেন শিক্ষার্থীরা। সেক্ষেত্রে বিষয় প্রতি খরচ পড়বে ৬০০ টাকা করে। তৎকালীন রিভিউ এর ক্ষেত্রে সর্বোচ্চ ২ টি বিষয়ের জন্য আবেদন করতে পারবে। রিভিউ এর জন্য আবেদন করতে চাইলে প্রতিটি বিষয় পিছু ৮০০ টাকা জমা করতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। জমা পড়ার ৭ দিনের মধ্যে ফলাফল হাতে পেয়ে যাবেন শিক্ষার্থীরা।

সাধারণ স্ক্রুটিনি (HS Results Scrutiny) ও রিভিউ এর ক্ষেত্রে আবেদনপত্র জমা নেওয়া হবে ১০ই মে দুপুর ২ টো থেকে ২৫ শে মে রাত ১২ টা পর্যন্ত। প্রতিটি বিষয়ের জন্য স্ক্রুটিনির আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। খরচ পড়বে প্রতিটি বিষয়ের জন্য ১৫০ টাকা করে। রিভিউ করতে চাইলে, প্রতিটি বিষয়ের জন্য চার্জ পড়বে ২০০ টাকা করে। সর্বোচ্চ ২ টি বিষয়ের জন্য রিভিউ এর আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। আবেদন জমা দেবার ১ মাস পর স্ক্রুটিনি বা রিভিউ এর ফল হাতে পাওয়া যাবে।

আরও পড়ুন ? Twin Sisters in HS Merit List: উচ্চমাধ্যমিকের মেধা তালিকায় যমজ দুই বোন, র‍্যাঙ্ক আলাদা হলেও নজির হুগলিতে

উচ্চ মাধ্যমিক শিক্ষা দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে রিভিউ বা স্ক্রুটিনির (HS Results Scrutiny) জন্য। ওয়েবসাইটে গিয়ে স্টুডেন্ট লগ ইন অপশনে ক্লিক করলে একটি নতুন পেজ ওপেন হবে। সেখানে স্টুডেন্ট ড্যাশবোর্ড থেকে সাইন আপ অপশন থেকে, নিউ ইউজার সাইন আপ অপশনে ক্লিক করতে হবে। বেশ কিছু তথ্য সহোযোগে আবেদন পত্র পূরণ করতে হবে। মোবাইল নম্বর, ইমেইল আইডি, নাম, পরিচয় পত্র, বয়সের প্রমাণপত্র, উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর, তারিখ ইত্যাদি তথ্য জানাতে হবে আবেদন পত্রে। সবশেষে পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে ফোনে একটি ওটিপি জেনারেট হবে। ওটিপি বসালেই রেজিস্ট্রেশন হয়ে যাবে। সাবমিট করার আগে “আই এগ্রি দ্যা ইনফরমেশন গিভেন এবভ আর ট্রু টু বেস্ট অফ মাই নলেজ” অপশনটিতে ক্লিক করতে ভুলবেন না।

এরপর স্ক্রুটিনির জন্য পিপিএস এবং রিভিউ করার জন্য পিপিআর ট্যাবে ক্লিক করতে হবে। সেখানে উচ্চমাধ্যমিকের রোল নম্বর ও মার্কশিট নম্বর লিখে দুটিকেই ভ্যালিডেট করতে হবে। তারপর নির্দিষ্ট বিষয়গুলি বেছে নিন। এরপর প্রিভিউ অপশনে গিয়ে কোনো ভুল আছে কিনা দেখে নেবেন। সব ঠিক থাকলে আই একসেপ্ট” চেকবক্সে ক্লিক করে সাবমিট করে দিন। সবশেষে টাকা জমা করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। সাধারণ স্ক্রুটিনি ও রিভিউ করলে যেহেতু ফল আসতে সময় বেশি লাগে, তাই খরচ বেশি হলেও তৎকালীন রিভিউ ও স্ক্রুটিনির (HS Results Scrutiny) জন্য আবেদন করতে পারেন শিক্ষার্থীরা।