বাংলাএক্সপি ডেস্কঃ কন্যা সন্তানদের ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় করার অন্যতম জনপ্রিয় একটি প্রকল্প হল সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana)। দেশের কোটি কোটি মানুষ তাদের কন্যা সন্তানদের জন্য এই প্রকল্পের আওতায় টাকা সঞ্চয় করে রাখেন। বিপুল পরিমাণে সুদ এবং টাকা জমা রাখার ক্ষেত্রে নানান সুবিধা পাওয়ার জন্যই এই প্রকল্প জনপ্রিয়তা অর্জন করেছে। তবে ১ অক্টোবর থেকে এই প্রকল্পের নিয়মে বেশ কিছু বদল আনা হচ্ছে। যে সকল নিয়ম সম্পর্কে বিনিয়োগকারীদের জানতে হবে।
কেন্দ্র সরকারের তরফ থেকে মূলত নতুন নিয়ম জারি করা হচ্ছে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের আওতায় থাকা অনিয়মিত অ্যাকাউন্টগুলিকে নিয়মিত করার জন্য। এই বিষয়ে নির্দিষ্ট দপ্তরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং সেই বিজ্ঞপ্তিতে ছয়টি নতুন নিয়ম প্রকাশ করেছে। এই সকল নিয়মগুলি সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্প থেকে শুরু করে জাতীয় সঞ্চয় প্রকল্প, পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রযোজ্য।
অর্থ মন্ত্রণালয়ের অধীনে থাকা দপ্তরের তরফ থেকে যে সকল নির্দেশিকা জারি করা হয়েছে তার মধ্যে কিছু কিছু নির্দেশিকা সরাসরি সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পের জন্য প্রযোজ্য। মূলত অভিভাবক ছাড়া দাদু দিদিমা বা অন্য কারো দ্বারা সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে এই সকল নিয়ম লাগু হবে আগামী ১ অক্টোবর থেকে।
আরও পড়ুন : Bandhan Bank Savings Account: বন্ধন ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট থাকলেই পেয়ে যাবেন ৭ শতাংশ সুদ
১) দাদু দিদিমা যদি কোন অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে সেই সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট অভিভাবকত্ব বলবৎ আইনের অধীনে ওই শিশু কন্যার জীবিত বাবা-মা অথবা আইনিভাবে অভিভাবকের কাছে হস্তান্তর করা হবে। অর্থাৎ যে শিশু কন্যার নামে সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খোলা হয়েছে তার জীবিত বাবা-মা অথবা আইনি অভিভাবক এবার অ্যাকাউন্টের মালিক হবেন।
২) একটি পরিবারের দুটির বেশি সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খোলা হলে সেক্ষেত্রে অনিয়মিত অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে সুকন্যা সমৃদ্ধি যোজনা ২০১৯ এর অনুচ্ছেদ ৩ অনুযায়ী।