নিজস্ব প্রতিবেদন : প্রতি মাসের মত অক্টোবর মাসে ও আর্থিক লেনদেন থেকে বিভিন্ন ক্ষেত্রে এসেছে বেশ কিছু পরিবর্তন। এ সকল পরিবর্তনের মধ্যে অন্যতম পরিবর্তনটি হল অটো ডেবিটের ক্ষেত্রে বিস্তর পরিবর্তন। এই পরিবর্তন সম্পর্কে জানা না থাকলে অজান্তেই হতে পারে আপনার OTT সাবস্ক্রিপশন অকেজো।
আগে OTT প্ল্যাটফর্মের তেমন চাহিদা না থাকলেও দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকে এই সকল মাধ্যমগুলির যথেষ্ট জনপ্রিয়তা বেড়েছে। মানুষ গৃহবন্দি অবস্থায় এই সকল প্লাটফর্মে সবথেকে বেশি সময় কাটাচ্ছেন। তবে এই সকল প্ল্যাটফর্মে বিনোদন উপভোগ করার জন্য প্রয়োজন হয় নির্দিষ্ট মূল্যের সাবস্ক্রিপশন।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন নিয়ম অনুযায়ী, এই সকল OTT প্ল্যাটফর্ম এখন থেকে আর গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে অটো ডেবিট করে সাবস্ক্রিপশনের মেয়াদ বৃদ্ধি করতে পারবে না। সেক্ষেত্রে গ্রাহকদের অনুমতি নিয়েই এই সাবস্ক্রিপশনের মেয়াদ বৃদ্ধি করতে হবে সংস্থাগুলিকে।
সাবস্ক্রিপশনের মেয়াদ বৃদ্ধি করার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আগের যে নির্দেশিকা ছিল, সেই নির্দেশিকা অনুযায়ী এই সকল প্ল্যাটফর্মগুলিকে সাবস্ক্রিপশনের মেয়াদ বৃদ্ধি করার ২৪ ঘন্টা আগে গ্রাহকদের মেসেজ করে জানাতে হতো। মেসেজ করে জানানোর পরেই সাবস্ক্রিপশন বৃদ্ধি করা যেত। এই নিয়মে চলে আসছিল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
কিন্তু ১ আগস্ট থেকে যে নিয়ম চালু হলো তাতে গ্রাহকদের কেবলমাত্র মেসেজ করে জানালেই হবে না। গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে তখনই সাবস্ক্রিপশন করা সম্ভব হবে যখন গ্রাহক অনুমতি সংক্রান্ত মেসেজ পেয়ে অনুমতি দেবেন। অর্থাৎ গ্রাহকদের অনুমতি ছাড়া কোনভাবেই সাবস্ক্রিপশনের মেয়াদ বৃদ্ধি করতে পারবে না যেকোনো OTT সংস্থা।
নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে নেটফ্লিক্স, হটস্টার কিংবা আমাজনের মতো সংস্থাগুলি আপনার সাবস্ক্রিপশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কয়েক দিন আগে থেকেই আপনাকে ম্যাসেজ করে জানাবে। সেই ম্যাসেজে আপনি সম্মতি দিলে তবেই আপনার অটো সাবস্ক্রিপশন বজায় থাকবে। এর পাশাপাশি যদি ৫০০০ টাকার বেশি মূল্যের সাবস্ক্রিপশন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে ওটিপি দেওয়া হবে। ওটিপি নির্দিষ্ট নিয়ম মেনে দেওয়ার পরেই সাবস্ক্রিপশন চালু থাকবে।