নিজস্ব প্রতিবেদন : ভবিষ্যতের সঞ্চয়ের জন্য দেশের বড় অংকের মানুষ পোস্ট অফিসের উপর নির্ভর করেন। সরকারি সংস্থা এবং তুলনামূলক অন্যান্য সংস্থার থেকে সুদ বেশি সহ বিভিন্ন সুবিধা থাকার কারণে এই পোস্ট অফিসের ওপর নির্ভরতা অনেক বেশি। তবে সম্প্রতি পোস্ট অফিসের তরফ থেকে টাকা তোলার নিয়মের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।
এই নিয়ম পরিবর্তন হওয়ার পর এখন কোন গ্রাহকের যদি পোস্ট অফিসে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে তাকে এই নিয়ম পরিবর্তন সম্পর্কে জানতে হবে। তা না হলে ওই গ্রাহক অসুবিধার সম্মুখীন হতে পারেন। টাকা তোলার ক্ষেত্রে এই অসুবিধা বা সমস্যা হতে পারে। এই বিষয়ে কেন্দ্রের তরফ থেকে আগস্ট মাসেই বিজ্ঞপ্তি জারি করা হয়।
কেন্দ্রের তরফ থেকে জারি করা ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, পোস্ট অফিস থেকে কোন গ্রাহক যদি ১০০০০ টাকার উপরে টাকা তুলতে চান তাহলে তাকে ভেরিফিকেশন করতে হবে। দশ হাজার টাকার কমেন্ট টাকা তোলার ক্ষেত্রে কোন ভেরিফাই করার প্রয়োজন হবে না। পোস্ট অফিসে লেনদেন সংক্রান্ত জালিয়াতি ঠেকানোর জন্য এই ব্যবস্থা আনা হয়েছে।
লেনদেন সংক্রান্ত এই নিয়ম জারি করার পাশাপাশি পোস্ট অফিস থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা বাড়ানো হয়েছে। আগে যেখানে অ্যাকাউন্টধারীরা মাত্র পাঁচ হাজার টাকা দিনে তুলতে পারতেন সেই জায়গায় এখন তারা তুলতে পারবেন ২০ হাজার টাকা। এছাড়াও ব্রাঞ্চ যেসকল পোস্ট অফিস রয়েছে সেখানে পোস্টমাস্টার ৫০০০০ টাকার বেশি গ্রহণ করতে পারবেন।
অন্যদিকে আগেই নিয়ম জারি হয়েছে পোস্ট অফিসে অ্যাকাউন্টধারীরা সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে। সেই নিয়ম অনুযায়ী সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ৫০০ টাকা ব্যালেন্স থাকা প্রয়োজন। তবে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে থাকা টাকার উপর চার শতাংশ যে সুদ দেওয়া হয় তা অন্যান্য বহু ব্যাংকের তুলনায় অনেক বেশি।