নিজস্ব প্রতিবেদন : রেশন ব্যবস্থা হল এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে সরকার সেই সকল মানুষদের খাদ্য সামগ্রী সরবরাহ করে থাকে যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন। রেশন ব্যবস্থা ভারতে কয়েক দশক ধরে চালু থাকলেও করোনাকালে এর গুরুত্ব হাড়ে হাড়ে টের পান দেশের মানুষ।
এই করোনাকালে যখন মানুষ লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়েছিলেন সেই সময় তাদের পাশে দাঁড়াতে বিনামূল্যে খাদ্য সামগ্রী প্রদানের ব্যবস্থা করে সরকার। তবে এই রেশন ব্যবস্থা যতটাই প্রয়োজনীয় ততটাই আবার একে নিয়ে দুর্নীতির খেলা চলে। সেই দুর্নীতির খেলা বন্ধ করার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করানো বাধ্যতামূলক করে। এবার আরও একটি নিয়ম জারি হল।
নতুন নিয়ম অনুসারে এবার রেশন সামগ্রী দেওয়ার সময় রেশন ডিলারদের কেবলমাত্র উপভোক্তাদের আঙুলের ছাপ নিলেই হবে না। তার সঙ্গে সঙ্গে এবার উপভোক্তাদের আঙুলের ছবিও নিতে হবে। ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল বা ই-পস (E-pos) মেশিন ব্যবহার করেই এবার এই পদ্ধতি মেনে চলতে হবে রেশন ডিলারদের। উপভোক্তাদের সম্পর্কে আরও বেশি নির্ভুল তথ্য জোগাড় করে রাখতে এই বিধি লাগু করে দিল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ UIDAI।
ইতিমধ্যেই এই নিয়ম বিহার, মহারাষ্ট্র সহ বেশ কিছু রাজ্যে চালু করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবার সেই সকল রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও এই ব্যবস্থা চালু করার জন্য তৎপরতা শুরু হয়েছে। রেশন বন্টনে আরও স্বচ্ছতা আনার জন্য এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে।
নতুন এই পদ্ধতি বা নিয়ম চালু করার জন্য রেশন ডিলারদের তাদের ই-পস মেশিন আপডেট করতে হচ্ছে। ই-পস মেশিন আপডেট করার পর এই ব্যবস্থা চালু হয়ে যাবে। তবে রেশন ডিলারদের একাংশের অভিযোগ, এই সকল পদ্ধতির ফলে রেশন বন্টন প্রক্রিয়ায় গতি হারিয়ে যাচ্ছে।