PPF new rules: PPF থেকে স্মল সেভিংসের নিয়মে বদল! এবার মিলবে ব্যাপক সুবিধা

New rules to come for small savings including PPF: যারা স্মল সেভিংস স্কিম বা ক্ষুদ্র সঞ্চয়ে বিনিয়োগ করেন তাদের জন্য স্বস্তির বার্তা। সম্প্রতি কেন্দ্রীয় সরকার পিপিএফ(PPF new rules), সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম সহ অন্য স্মল সেভিংসের নিয়মে বড় রকমের পরিবর্তন এনেছে। এছাড়া, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে যে সময়সীমা এক মাস ছিল তা বৃদ্ধি করে ৩ মাস করা হয়েছে। পাশাপাশি সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অবসর গ্রহণের তিন মাসের মধ্যে কোনো ব্যক্তি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের অ্যাকাউন্ট খুলতে পারেন। আগে এর সময়সীমা ছিল ১ মাস। বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নভেম্বর মাসের ৯ তারিখ।

সবথেকে বড় পরিবর্তন আনা হয়েছে PPF-এর অ্যাকাউন্ট বন্ধ করার ক্ষেত্রে। সরকারি বিজ্ঞপ্তিতে এই স্কিম সম্পর্কে বলা হয়েছে যে, পাবলিক প্রভিডেন্ট ফান্ডের বিভিন্ন নিয়মের (PPF new rules) ক্ষেত্রেও বড় রদবদল করলো মোদী সরকার। আসলে এই স্কিমটি হলো পিপিএফ (সংশোধনী) স্কিম, ২০২৩।

বর্তমানে মোদী সরকার টাইম ডিপোজিট স্কিম এবং পাবলিক প্রভিডেন্ট ফান্ডের বিভিন্ন নিয়মের (PPF new rules) বিরাট পরিবর্তন এনেছে। সরকারি বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বলা হয়েছে যে, যদি বিনিয়োগকারী চার বছর পরে এবং পাঁচ বছরের ম্যাচুরিটির সময়ের আগে টাকা তোলে, তাহলে পোস্ট অফিস সেভিং স্কিমের সুদের হারে টাকা পাবে। বর্তমানে যে নিয়ম প্রযোজ্য সেটা অনুসারে, পাঁচ বছরের এফডি আপনি চাইলেই ৪ বছর পরেই বন্ধ করে দিতে পারেন। কিন্তু পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের জন্য প্রযোজ্য হারে সুদ দেওয়া হবে।

কেন্দ্র সরকার কিন্তু ৯ ধরনের সেভিংস স্কিম চালাচ্ছে এবং সবকটিতেই অল্প বিস্তর পরিবর্তন করা হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো- পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY), মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট, রেকাকিং ডিপোজিট, কিষাণ বিকাশ পত্র (KVP), ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম ইত্যাদি। আপনি যদি এই সরকারি স্কিমের আওতায় থাকেন তাহলে রিটার্ন হিসাবে ভালো সুদের হার পাবেন। এই সরকারি প্রকল্পগুলির সুদের হার ত্রৈমাসিক ভিত্তিতে পরিবর্তিত হতে থাকে।

পিপিএফ অর্থাৎ পাবলিক প্রভিডেন্ট ফান্ডে (PPF new rules) সুদের হার বর্তমানে ৭.১ শতাংশ। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে বর্তমানে সুদের হার দেওয়া হচ্ছে ৮.২ শতাংশ। সুকন্যা প্রকল্প স্কিমের আওতায় ৮ শতাংশ হারে সুদ দেওয়া হবে। পাশাপাশি আপনি ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের আওতায় ৭.৭ শতাংশ হারে সুদ পাবেন। পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমের আওতায় ৭.৪ শতাংশ হারে সুদ পাওয়া যায় এবং কিষাণ বিকাশ পত্রের আওতায় আপনি ৭.৫ শতাংশ হারে সুদ পাবেন।