Women Shelter Scheme: মাসে মাত্র ২০০০ টাকাতেই মাথা গোঁজার ঠাঁই, মহিলাদের জন্য নতুন প্রকল্প প্রশাসনের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাজ্যে তৃণমূল সরকারের আসার পর রাজ্য সরকারের তরফ থেকে নতুন নতুন একাধিক প্রকল্প (Government Scheme) চালু করা হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে চালু করা এই সকল প্রকল্পের অধিকাংশ সব নাগরিকদের জন্য হলেও, এমন কয়েকটি প্রকল্প রয়েছে যেগুলি মহিলাদের জন্য আলাদা গুরুত্ব রাখে।

Advertisements

রাজ্য সরকারের তরফ থেকে মহিলাদের গুরুত্বের কথা এবং মহিলাদের স্বনির্ভর ও সহযোগিতার জন্য যে সকল প্রকল্প চালু করা হয়েছে তার মধ্যে অন্যতম লক্ষ্মীর ভান্ডার, অন্যতম বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর প্রকল্প, অন্যতম কন্যাশ্রী প্রকল্প, অন্যতম রুপশ্রী প্রকল্প। আর এসবের মধ্যেই এবার আরও একটি নতুন প্রকল্প চালু করা হতে চলেছে, যে প্রকল্পের মধ্য দিয়ে মহিলারা মাথা গোঁজার ঠাঁই (Women Shelter Scheme) পাবেন মাসিক ২০০০ টাকাতেই।

Advertisements

রাজ্যের অনেক মহিলারা রয়েছেন যারা বিভিন্ন কাজের জন্য নিজেদের বাড়িঘর ছেড়ে অন্যত্র থাকেন। অন্যত্র থাকার জন্য বাড়ি ভাড়ার পিছনে অনেক টাকা খরচ করতে হয়। এবার এই অনেক টাকা খরচ করা থেকে মহিলাদের রক্ষা করার জন্য এই প্রকল্প চালু করা হতে চলেছে। ইতিমধ্যেই এই প্রকল্পের আওতায় যারা প্রশাসনের থেকে মাথা গোঁজার ঠাঁই নিতে চান তাদের আবেদন প্রক্রিয়া গ্রহণ চলছে।

Advertisements

আরও পড়ুন ? Yuvasree Prakalpa allotment Increase: লক্ষ্মীর ভাণ্ডার অতীত, এবার এই প্রকল্পে রাজ্য সরকার প্রতি মাসে দেবে ২০০০ টাকা

প্রশাসনের তরফ থেকে নতুন এই যে প্রকল্প চালু করা হতে চলেছে তার নাম কর্মাঞ্জলি পরিষেবা (Karmanjali)। এই প্রকল্প চালু হতে চলেছে হলদিয়া শিল্প শহরে। পূর্ব মেদিনীপুর প্রশাসনের তরফ থেকে এই প্রকল্প চালু করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নতুন এই প্রকল্পের পরিপ্রেক্ষিতে নির্দেশিকায় জানানো হয়েছে, যারা বাইরে থেকে এসে হলদিয়া শিল্প শহরে থাকেন তারা প্রশাসনের তরফ থেকে দেওয়া কর্মাঞ্জলিতে মাত্র ২০০০ টাকায় থাকতে পারবেন। এই ২০০০ টাকা নেওয়া হবে সারা মাসের জন্য।

এই প্রকল্পের আওতায় থাকার জন্য বাড়ি নিতে হলে purbamedinipur.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন জানাতে হবে। আবেদন জানানোর শেষ তারিখ হিসাবে ২০২৪ সালের মার্চ মাসের ১৫ তারিখে বেঁধে দেওয়া হয়েছে। অন্যদিকে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফ থেকে এমন একটি উদ্যোগ এই বছর প্রথম নেওয়া হচ্ছে এমনটা নয়। গত বছরও এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল। তবে গত বছর কেবলমাত্র একজন মহিলা আবেদন করেছিলেন। যে কারণে এই প্রকল্প প্রশাসনের তরফ থেকে শুরু করা সম্ভব হয়নি।

Advertisements