New scheme of SBI: SBI-র দারুণ অফার, অল্প সময়ে টাকা ডবল করার দারুণ সুযোগ

SBI’s new scheme will double money in a few days: ভারতের অন্যান্য ব্যাংকগুলির মধ্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই হলো সব থেকে বড় ব্যাংক। পাবলিক সেক্টরগুলির মধ্যে এটি একটি উল্লেখযোগ্য ব্যাংক। সাধারণ জনগণ এই ব্যাংকের নতুন স্কিমে (New scheme of SBI) বিনিয়োগ করতে পছন্দ করে, কারণ এখানে রয়েছে অর্থ সুরক্ষা এবং নিরাপত্তা। দেশের বহু মানুষ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই এর গ্রাহক। যারা এই ব্যাংকে টাকা জমাতে ভরসা পায়।

সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) এমন একটি নতুন প্রকল্প এনেছে যে যাতে অর্থ বিনিয়োগ করে সেই বিনিয়োগের টাকা খুব সহজেই হয়ে যাবে দ্বিগুণ। বিনিয়োগের সময়সীমা খুব বেশি না হওয়ার জন্য সহজেই গ্রাহকরা এতে বিনিয়োগ করতে পারবে এবং এই স্কিমে (New scheme of SBI) রিটার্নও খুব ভালো।

গ্রাহকরা খুব সহজেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর টাইম ডিপোজিটে বিনিয়োগ করে নিজেদের টাকা ডবল করতে পারবেন। এসবিআই টাইম ডিপোজিট প্রকল্পে (New scheme of SBI) আপনাকে ন্যূনতম ১০ বছরের জন্য বিনিয়োগ করতে হবে। আপনারা জানলে অবাক হবেন যে, নিয়মিত ও প্রবীণ নাগরিক উভয়র জন্যই টাইম ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট (FD) একটি উত্তম বিকল্প। যারা এসবিআই এর নিয়মিত গ্রাহক তারা ৫ বছর থেকে ১০ বছরের ফিক্সড ডিপোজিটের উপর ৬.৫ শতাংশ সুদ পাচ্ছেন। আপনি যদি এসবিআই এর একজন নিয়মিত গ্রাহক হন তাহলে ১০ বছরের জন্য আপনাকে ৫ লাখ টাকার ফিক্সড ডিপোজিট করতে হবে এবং আপনি ম্যাচুরিটির সময় পাবেন ৯,৫২,৭৭৯ টাকা পাবেন।

প্রবীণ নাগরিকদের জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঁচ থেকে দশ বছরের ফিক্সড ডিপোজিট এর উপর ৭.৫ শতাংশ হারে সুদ দিচ্ছে। তাহলে এসবিআই এর প্রবীণ নাগরিকরা যদি ১০ বছরের জন্য ৫ লাখ টাকার ফিক্সড ডিপোজিট অথবা এফডি করেন তবে ম্যাচুরিটিতে তারা পাবেন ১০,৫১,১৭৪ টাকা পাবেন। অতএব এই প্রকল্পে (New scheme of SBI) বিনিয়োগ করলে আপনার টাকা অবশ্যই ডাবল হবে এবং সাথে পাবেন বাড়তি কিছু সুবিধা। এছাড়া ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিটে ধারা 80C-এর ট্যাক্স ডিডাকশন সুবিধা পাওয়া যায়।

তবে অবশ্যই মনে রাখবেন যে ফিক্সড ডিপোজিট থেকে যে সুদ পাবেন সেটি অবশ্যই কর যোগ্য। আইটি অ্যাক্ট অনুসারে, ফিক্সড ডিপোজিট স্কিমে কিন্তু টিডিএস প্রযোজ্য হয়। অবশ্য এক্ষেত্রে বিনিয়োগকারী কর ছাড়ের জন্য ১৫জি বা ১৫এইচ দাবি করতে পারেন।