New Sea Beach Destination near Kolkata: বাঙালি হলো এমন একটি জাতি যারা ভ্রমণ করতে অত্যন্ত পছন্দ করে। যেকোনো ছুটিতেই তারা বেরিয়ে পড়ে হয় পাহাড়ের কিংবা সমুদ্রে অথবা জঙ্গলের উদ্দেশ্যে। অচেনা অজানা প্রকৃতিকে নতুনভাবে আবিষ্কার করার নেশা বাঙালি জাতির মধ্যে চিরকালই বেশি। তাই অবসর সময়ে স্বল্প খরচে কাছাকাছি কোথাও যেতে চাইলে এই সমুদ্র সৈকতের মতো জায়গা সত্যি আর পাওয়া যায় না। আজকের প্রতিবেদনে জেনে নিন এই নতুন সমুদ্র সৈকতের কথা (New Sea Beach Destination)।
অল্পদিনের ছুটি পেলেই সাধারণত দীঘা কিংবা বকখালির উদ্দেশ্যে মানুষ বেরিয়ে পড়ে। কিন্তু ভিন্ন স্বাদের জায়গা উপভোগ করতে চাইলে বেরিয়ে আসতে পারেন এই নতুন সমুদ্র সৈকত থেকে। জি প্লট (New Sea Beach Destination) হল এমন একটি সমুদ্র সৈকত যেখানে আপনি গাড়ি করেই সহজে পৌছাতে পারবেন। আপনার সময় বাঁচবে এবং কষ্ট অনেকটা লাঘব হবে।
এতদিন পর্যন্ত জি প্লটে (New Sea Beach Destination) পৌঁছাতে গেলে মানুষকে নদী পথে সাহায্য নিতে হতো। এতদিন পর্যন্ত যারা কলকাতা থেকে এই স্থানে আসতেন তাদের সারাটা সময় চলে যেত। এত কষ্ট করে কেউ আর দ্বিতীয়বার এই স্থানে আসতে চাইতো না। কিন্তু জায়গাটি সত্যি খুব সুন্দর, আর এখন এই জায়গাটিতে যাওয়া একদম জল ভাত। যেদিকে তাকাবেন দিগন্ত বিস্তৃত সমুদ্র সৈকত।
এখানকার (New Sea Beach Destination) মূল আকর্ষণ হল নির্জন দ্বীপ, ঝাউবন, বঙ্গোপসাগরের প্রান্ত, আর ম্যানগ্রোভ বনভূমি। পর্যটকদের এইসব জিনিস সবথেকে বেশি আকর্ষিত করে। কিন্তু এতদিন পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা উন্নত না থাকার কারণে পর্যটকদের ভিড় সেভাবে হয়নি এই স্থানে। সেই সমস্যা সমাধান করার জন্যই রাজ্য সরকারের উদ্যোগে এলসিটি ঘাট করা হচ্ছে।
সরকারের পক্ষ থেকে এই কাজ করার মূল উদ্দেশ্য হলো নদীবেষ্টিত সুন্দরবনের বিচ্ছিন্ন দ্বীপগুলিকে একসঙ্গে জুড়ে দেওয়া। যখন এই অত্যাধুনিক পরিষেবা যুক্ত জেটিগুলি চালু হয়ে যাবে তখন কলকাতা থেকে সরাসরি গাড়িতে করে আপনি পৌঁছে যেতে পারবেন সুন্দরবনের প্রান্তিক দ্বীপ পাথরপ্রতিমার গোবর্ধনপুরে। কবে শেষ হবে এই কাজ? আশা করা যাচ্ছে, আগামী মার্চের মধ্যে এই কাজ শেষ হবে। এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে নির্মাণকারী সংস্থাকে। আগামী বছরের মধ্যে পর্যটকরা শুধু দীঘা বা বকখালি নয়, ভিড় জমাবে এই পর্যটন কেন্দ্রতে।