ATM কার্ড ছাড়াই সহজেই করা যাবে শপিং, নতুন প্রযুক্তি আনলো SBI

Shyamali Das

Published on:

বড় দিনের আগে গ্রাহকদের জন্য দুর্দান্ত নতুন পরিষেবা SBI-এর। এখন শপিং করুন মনখুলে।

নিজস্ব প্রতিবেদন : এর আগেও দেশের সবথেকে বড় সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকদের জন্য নানান নতুন নতুন পরিষেবার ব্যবস্থাপনা করেছে। এবার আরও এক দুর্দান্ত পরিষেবা নিয়ে এলো এই ব্যাঙ্ক। এই পরিষেবাতে মোবাইল ফোনের মাধ্যমেই কোথাও শপিং করতে গেলে টাকা পয়সা মেটাতে পারবেন গ্রাহকরা। SBI অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা থাকলেই গ্রাহকরা পাবেন SBI কার্ড পে পরিষেবা।

ব্যাঙ্কের ওয়েবসাইট সূত্রে জানা গিয়েছে, গ্রাহকেদের এই নতুন পরিষেবা পাওয়ার জন্য নিজেদের মোবাইল ফোনে একটি অ্যাপ ইনস্টল করতে হবে এবং সেটা করলেই ক্রেডিট কার্ড সোয়াইপ না করেই পেমেন্ট করতে পারবেন SBI গ্রাহকরা। এই Card Pay ব্যবহার করতে গেলে এসবিআই কার্ড হোল্ডারকে মোবাইল অ্যাপে কোড রেজিস্টার করতে হবে এবং তার পর সেই ফোনের মাধ্যমেই সহজ পদ্ধতিতে করতে পারবেন পেমেন্ট৷ কোনো সোয়াইপ নয় বরং আনলক করা ফোনকে (POS) এর কাছাকাছি নিয়ে গেলেই হয়ে যাবে পেমেন্ট।

SBI কার্ডের সুবিধা ভিসা প্ল্যাটফর্মের জন্য বাজারে আনা হয়েছে।কিন্তু সব ফোনে থেকে এই পরিষেবা ব্যবহার করতে পারবেন না গ্রাহকরা। কেবলমাত্র কিটক্যাট ভার্সান ৪.৪ এর পরের অপরারেটিং সিস্টেম আছে যেসকল ফোনে, সেগুলোতেই এই সুবিধা পাবেন গ্রাহকরা। শুধুমাত্র ইচ্ছামতন টাকা লেনদেন করাই নয় বরং প্রতিদিন কত টাকার লেনদেন করবেন তাও ঠিক করতে পারবেন গ্রাহকরা। অন্য এইচসিএ সঙ্গে ২,০০০ টাকা ও প্রতিদিন ১০,০০০ টাকার লেনদেন করতে পারবেন গ্রাহকরা।

সুতরাং এখন ক্যাশ ছাড়া এবং কার্ড সোয়াইপ করার ঝামেলা ছাড়াই করতে পারবেন টাকার লেনদেন, চলবে শপিং। যার ফলে কার্ড স্কিমিং বা অন্যান্য ঝুঁকি থেকে নিশ্চিন্তে থাকতে পারবেন গ্রাহকরা। নতুন বছরে SBI গ্রাহকদের জন্য নতুন পরিষেবা দিল SBI।