Kolkata medical college: দারুণ সুখবর, এবার মেডিক্যাল কলেজে রোগীদের জন্য চালু এই অত্যাধুনিক পরিষেবা

Prosun Kanti Das

Published on:

Advertisements

State-of-the-art services are being launched in the medical college: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এই মেডিকেল কলেজটি ১৮৩৫ সালের ২৮ জুলাই লর্ড উইলিয়াম বেন্টিং প্রতিষ্ঠা করেছিলেন। প্রায় ২০০ বছর হতে চলা এই মেডিকেল কলেজ টি রাজ্যবাসীকে নিরন্তর স্বাস্থ্য পরিষেবা দিয়ে চলেছে। এবার সেই কলকাতা মেডিক্যাল কলেজ (Kolkata medical college) এ আধুনিক এক অপারেশন থিয়েটার চালু হলো। হাসপাতালের ডেভিড হেয়ার বিল্ডিংয়ে নতুন করে শুরু হয়েছে এই অপারেশন থিয়েটার। সেই সাথে নতুন করে মহিলা ওয়ার্ড চালু করা হয়েছে।

Advertisements

কলকাতা মেডিক্যাল কলেজের (Kolkata medical college) পক্ষ থেকে জানানো হয়েছে, একটি অপারেশন থিয়েটার অব্যাবহারিত ভাবে পড়ে ছিল। ডাঃ সুদীপ্ত রায়ের পরামর্শে এই অপারেশন থিয়েটারটিকে নতুন ভাবে পুনরায় চালু করা হলো। স্বাস্থ্য দফতর থেকে এই কাজের জন্য ৫০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। এর পাশাপাশি মেডিক্যাল কলেজের চার তলাতে যে শিশুদের ওয়ার্ড ছিল, সেটিকে ১৬ নম্বরে বদলে নতুন চিকিৎসা ব্যাবস্থা চালু করা হয়েছে মহিলাদের জন্য। আর শিশুদের জন্য একটি পৃথক ওয়ার্ড নতুন করে তৈরি করা হচ্ছে।

Advertisements

গত বুধবার কলকাতা মেডিক্যাল কলেজ (Kolkata medical college) এর রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডাঃ সুদীপ্ত রায় এই অপারেশন থিয়েটার এবং মহিলা ওয়ার্ড এর উদ্বোধন করেছেন। পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ ইন্দ্রনীল বিশ্বাস, হাস্পাতালের সুপার ডাঃ অঞ্জন অধিকারী ও অন্যান্য বিশিষ্ট বিভাগের ডাক্তাররা।

Advertisements

বহুবার এই মেডিক্যাল কলেজকে নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছিলেন অনেকেই। এসএসকেএম হাসপাতাল এবং আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আগে থেকেই কেবিন ব্যবস্থা রয়েছে। স্বাস্থ্য দফতর থেকে বিশেষ উদ্যোগ নেওয়ার ফলে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (Kolkata medical college) এ নতুন কেবিন ব্যবস্থার আয়োজন করা হয়।

এই কেবিনে সমস্ত রকমের আধুনিক পরিষেবার সুযোগ থাকবে। যেমন স্নানঘর, টেলিভিশন সেট ও রোগীর আত্মীয়ের বসার জায়গা ইত্যাদি। এই বিশেষ কেবিনগুলি এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের পাশেই তৈরি করা হয়েছে। একই রকমভাবে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালেও (Kolkata medical college) নতুন ওয়ার্ড, অপারেশন থিয়েটার ও আধুনিক ব্যবস্থা তৈরির মাধ্যমে আরেক বার নতুন ভাবে সবকিছু ঢেলে সাজানো হচ্ছে।

Advertisements