নিজস্ব প্রতিবেদন : সোশ্যাল মাধ্যমের জনপ্রিয় অ্যাপ হিসাবে বহুল প্রচলিত ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটার। তবে এই সকল প্রতিটি মাধ্যম বিদেশী প্রযুক্তির। যে কারণে আত্মনির্ভর ভারতে দেশীয় প্রযুক্তির এমন সোশ্যাল অ্যাপের সন্ধান চালাতে দেখা যায় দেশের বহু নাগরিককেই। আর এই সকল নাগরিকদের চাহিদার কথা মাথায় রেখে এবার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির একটি সোশ্যাল অ্যাপ লঞ্চ হলো ভারতে। যার নাম হল ‘কু’ (Koo)।
‘ট্যাক্সি ফর সিয়োর’ এর সহ-প্রতিষ্ঠাতা আপরামেয় রাধাকৃষ্ণ এবং ‘রেড বাস’, ‘গুড বক্স’-এর সহ প্রতিষ্ঠাতা মায়াঙ্ক বিদাওয়াতকা এই অ্যাপটি তৈরি করিয়েছেন। ইতিমধ্যেই এই অ্যাপে দেশের এক ঝাঁক কেন্দ্রীয় নেতা মন্ত্রী নিজেদের অ্যাকাউন্ট বানিয়ে ফেলেছেন। এই অ্যাপের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে যা ভারতীয়দের কাছে জনপ্রিয় হয়ে উঠতে পারে খুব সহজেই।
ভারতীয়দের মধ্যে অধিকাংশ মানুষই ইংরেজি ভাষায় অভ্যস্ত নন। যে কারণে আঞ্চলিক ভাষাগুলিকে জোর দেওয়া হয়েছে এই অ্যাপে। ইংরেজিতে সরগরম নন তারা এই অ্যাপ ব্যবহার করতে পারবেন নিজেদের আঞ্চলিক ভাষায়। পাশাপাশি অডিও, ভিডিও এবং অন্যান্য যাবতীয় বিষয় শেয়ার করার জায়গা তো রয়েছেই। তবে এই অ্যাপকে অনেকেই টুইটারের ক্লোন অ্যাপ বলে মনে করছেন।
I am now on Koo.
Connect with me on this Indian micro-blogging platform for real-time, exciting and exclusive updates.
Let us exchange our thoughts and ideas on Koo.
? Join me: https://t.co/zIL6YI0epM pic.twitter.com/REGioTdMfm
— Piyush Goyal (@PiyushGoyal) February 9, 2021
অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই প্ল্যাটফর্মের জন্যই উপলব্ধ রয়েছে। এই অ্যাপে অ্যাকাউন্ট করার জন্য স্টোর থেকে অ্যাপ ইন্সটল করে নেওয়ার পর কেবলমাত্র মোবাইল নম্বরের ভিত্তিতে অ্যাকাউন্ট চালানো যেতে পারে। পাশাপাশি ইমেল এবং অন্যান্য তথ্য দেওয়ার জায়গাও রয়েছে।
[aaroporuntag]
বিশেষজ্ঞরা মনে করছেন এই অ্যাপে যেভাবে ভারতীয়দের স্বাচ্ছন্দ্যের কথা ভাবা হয়েছে তাতে তা অদূর ভবিষ্যতে খুবই জনপ্রিয় হতে পারে। তবে এর আগেও অনেক ভারতীয় অ্যাপ লঞ্চ হতে দেখা গিয়েছিল। কিন্তু তারা বর্তমানে কোথায় যেন তলিয়ে গেছে। এমত অবস্থায় এই নতুন অ্যাপ জনপ্রিয়তা অর্জন করতে পারে কিনা তাই এখন দেখার।