‘বাদাম বেচে খাই’-এর পর ‘মাছ ধরে খাই’, প্রাণ জুড়ানো গান মুর্শিদাবাদের নৌকাওয়ালার

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সোশ্যাল মিডিয়ার দৌলতে রাতারাতি যারা সেলিব্রেটি হয়েছেন তাদের মধ্যে বীরভূমের ভুবন বাদ্যকর এখন বিশ্বসেরা। তিনি কাঁচা বাদাম অর্থাৎ ‘বাদাম বেচে খাই’ গানটির জন্য এই খ্যাতি লাভ করেছিলেন। এবার সেই রকমই আরও একজন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন। সোশ্যাল মিডিয়ায় নতুন করে ঝড় তোলা ব্যক্তি হলেন মুর্শিদাবাদের এক নৌকাওয়ালা।

Advertisements

খালি গলায় মুর্শিদাবাদের নৌকাওয়ালা রঞ্জিত মন্ডল ‘মাছ ধরে খাই’ গানটি করে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি মুর্শিদাবাদের ধুলিয়ানের লালপুরের গুড়ীপাড়ার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। নৌকায় চড়ে মাছ ধরার সময় তিনি যে গানটি গেয়েছেন সেই গানটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পাশাপাশি যারা এই গানটি শুনেছেন তাদের মন কেড়ে নিয়েছে।

Advertisements

রঞ্জিত মন্ডল যে গানটি গেয়েছেন সেই গানটি হলো ‘আমি নৌকাওয়ালা ভাই, আমি মাছ ধরে খাই’। গানটি করার সময় তার সঙ্গে নেই কোন বাদ্যযন্ত্র। বরং তিনি নিজেই নৌকার উপর তালে তাল মিলিয়ে ঠুকে ঠুকে এমন বাজনা বাজাচ্ছেন যে তাতেও নতুন সুর তৈরি হয়েছে। কোনরকম বাদ্যযন্ত্র ছাড়াই তার এই গান রীতিমতো নজর কাড়ছে প্রত্যেক শ্রোতাদের। তার এই গান শ্রোতাদের মন জয় করার সঙ্গে সঙ্গে তিনি এখন স্বপ্ন দেখছেন ভুবন বাধ্যকর অথবা মিলন কুমারের মত সেলিব্রেটি হয়ে ওঠার। যদিও সেই স্বপ্ন কবে পূরণ হবে বা আদৌ হবে কিনা তা তিনি জানেন না। তবে গানের নেশায় গান করে যাচ্ছেন বলে দাবি করেছেন তিনি।

Advertisements

রঞ্জিত মন্ডল পেশাগত দিক দিয়ে কখনো ব্যবসা করেন আবার কখনো ফুচকা বিক্রি করেন। আবার কখনো সুযোগ পেলেই নৌকা নিয়ে চলে যান নদীতে মাছ ধরতে। এই ভাবেই বাবা-মা ও অন্যান্যদের নিয়ে তার সংসার চলছে। তবে যে কাজই করুক না কেন রঞ্জিত মন্ডল দিনের শেষে বাড়ি ফিরলেই গানের চর্চায় বসে যান। কারণ হিসাবে তিনি জানিয়েছেন তার গান খুব ভালো লাগে।

রঞ্জিত মন্ডল সম্প্রীতি যে গানটি নৌকায় বসে গিয়েছেন এবং গানটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই গানটি তার নিজের লেখা এবং নিজের সুর বলেই জানিয়েছেন। তিনি এই গানটি ছাড়াও আরও বেশ কতকগুলি গান নিয়ে চর্চা করেছেন বলে দাবি করেছেন। তার গানগুলি শ্রোতাদের ভালো লাগলে তার পাশে দাঁড়ানোর আর্তি জানিয়েছেন।

Advertisements