নতুন গান নিয়ে হাজির মিলন কুমার, শুনলে প্রাণ জুড়িয়ে যাবে

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সোশ্যাল মিডিয়ার দৌলতে যারা ভাইরাল হয়ে সেলিব্রেটি হয়ে উঠেছেন তাদের মধ্যে প্রথম সারিতে যাদের নাম আসে তারা হলেন রানু মন্ডল, ভুবন বাদ্যকর এবং মিলন কুমার। এই তিনজনের মধ্যে রানু মন্ডল এখন হারিয়ে গেলেও নিজেদের আধিপত্য বজায় রেখেছেন মিলন কুমার এবং ভুবন বাদ্যকর।

Advertisements

বীরভূমের ভাইরাল সংগীত শিল্পী ভুবন বাদ্যকরের মতই পূর্ব বর্ধমানের মিলন কুমার প্রতিনিয়ত নতুন নতুন গান রেকর্ডিং করে চলেছেন বিভিন্ন স্টুডিওতে। এক সময় যার গান গাওয়ার মঞ্চ ছিল লোকাল ট্রেন, সেই মিলন কুমার এখন গান গাওয়ার জন্য মঞ্চ হিসাবে পেয়েছেন স্টুডিও, বিভিন্ন অনুষ্ঠানের মঞ্চ, সোশ্যাল মিডিয়া।

Advertisements

পূর্ব বর্ধমানের নিত্যানন্দপুরের মিলন কুমার সম্প্রতি নতুন যে গানটি স্টুডিওতে রেকর্ডিং করেছেন সেই গানটি হলো ‘তোমার ওই খোলা চুলে’। রোমান্টিক এই গানটি রেকর্ডিং করা হয়েছে বেঙ্গলি রিমিক্স মিউসিক স্টুডিওতে। এই স্টুডিওতেই একাধিক গান রেকর্ডিং করেছেন মিলন কুমার। তার এই নতুন গানটি মিউজিক ভিডিওর মধ্য দিয়ে রিলিজ করা হয়েছে।

Advertisements

মিলন কুমার অত্যন্ত দুঃস্থ-দরিদ্র পরিবার থেকে উঠে আসা একজন শিল্পী। সেরকম প্রথাগত কোন প্রতিষ্ঠান থেকে শিক্ষা না নিয়েও তিনি যেভাবে গান করেন তাতে যেন তার গলায় বিরাজ করছেন খোদ সরস্বতী। তবে বড় একটা সময় তাকে রোজগারের জন্য এই গান লোকাল ট্রেনে বিক্রি করতে হয়েছে। অবশেষে একদিন তার গান ভাইরাল হওয়ার পর তিনি যেন শিল্পীর মর্যাদা পান।

মিলন কুমার নতুন যে গানটি গিয়েছেন সেই গানটি লিখেছেন এবং মিউজিক দিয়েছেন এম সমীর। মিউজিক ব্যবস্থাপনা করেছেন শ্যাম জি এবং ক্যামেরা থেকে ভিডিও এডিটিং এর কাজ করেছেন শম্ভুনাথ রায়।

Advertisements