IRCTC: আগে খান, পরে টাকা দিন! দেশের ১৫০ স্টেশনে নয়া ব্যবস্থা

Prosun Kanti Das

Published on:

Advertisements

New system of IRCTC in 150 stations of the country: দূরে যাত্রা করছেন ট্রেনে করে আর সাথে পেয়ে যাচ্ছেন পছন্দসই খাবার, ঘোরার আনন্দ আরো দ্বিগুণ হয়ে যাবে। ট্রেনে খাবার পাওয়া এখন অনেক সহজ কারণ বেশিরভাগ ট্রেনেই এখন প্যান্ট্রি কার থাকে। আবার বহু ট্রেনে খাবারের ব্যবস্থা থাকে না, এমনকি যাত্রীরা রেলের খাবার খেতে চান না সেক্ষেত্রে তিনি বাইরের যেকোনো রেস্তোরাঁ থেকে খাবার অর্ডার করতে পারেন। যাত্রীদের সুবিধা দেবার জন্য আইআরসিটিসির (IRCTC) -র অ্যাপেই আপনি খাবার অর্ডার করতে পারেন। বর্তমানে ডোমিনোজের মতো কোম্পানিগুলিও যাত্রীদের জন্য চলন্ত ট্রেনে পির্ৎজা ডেলিভারি করে।

Advertisements

এছাড়া, আইআরসিটিসি (IRCTC) এক দারুণ উদ্যোগ নিয়েছে, সেটি হলো যাত্রীরা যদি অগ্রিম খাবার বুকিং করতে চান, তাঁদের খাবারের টাকা সঙ্গে সঙ্গে দিতে হবে না। সেই টাকা পরে দিলেও হবে। এই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে আইআরসিটিসি-র ফুড অ্যাগ্রিগেটর জুপ মিলিত হয়েছে পেমেন্ট গেটওয়ে অ্যাপ সিম্পলের সঙ্গে।

Advertisements

যাত্রীরা ভ্রমণের মজা উপভোগ করতে করতে চলন্ত ট্রেনে খাবার অর্ডার করে সিটে বসে সেই খাবার পেতে পারেন। মজার বিষয় হল তখনই কোনও পেমেন্ট করতে হবে না। যাত্রীদের কাছে খাবার পৌঁছানোর পরে বিল চলে আসবে সরাসরি অ্যাকাউন্টে। সেখান থেকে পরে পেমেন্ট করতে পারবেন যাত্রীরা। IRCTC-র এই পদক্ষেপ নেবার আসল উদ্দেশ্য হলো ক্যাশ অন ডেলিভারির সংখ্যা কমানো। রিপোর্ট অনুযায়ী, এই ব্যবস্থা চালু হওয়ার পর ক্যাশ অন ডেলিভারি অর্ডারের সংখ্যা ৪ শতাংশ কমেছে। আবার দৈনিক গড় অর্ডারের পরিমাণও বৃদ্ধি পেয়েছে ১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

Advertisements

Zoop আসলে হল আইআরসিটিসি (IRCTC) -র একটি ইউনিট। এই ফুড অ্যাগ্রিগেটর সংস্থাটি আপাতত ১৫০ টি স্টেশনে প্রি-বুকড অর্ডারের ক্ষেত্রে পরিষেবা দিচ্ছে। প্রি-বুকড অর্ডার আসলে কি? আপনি যদি আগে থেকেই অর্ডার করে খাবার বুক করেন, সেক্ষেত্রে নির্দিষ্ট স্টেশন এলে আপনার সিটে খাবার পৌঁছে যাবে। আপনি চাইলেই পছন্দের রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করতে পারেন। ২০০০টির বেশি রেস্তোরাঁ বর্তমানে কাজ করছে Zoop এর সঙ্গে। Zoop পে ফার্স্ট বা ক্যাশ অন ডেলিভারির সুবিধা দিচ্ছে। যবে থেকে এই অ্যাপটি সিম্পল -এর সঙ্গে যুক্ত হয়েছে টাকা দেওয়ার অপশন থাকবে যাত্রীদের জন্য।

আপনিও যদি এই অ্যাপের সুবিধা নিতে চান তাহলে প্রথমে Zoopindia.com-এ যান বা Zoop-এর অ্যাপ ডাউনলোড করে নিতে আরে নিজের স্মার্টফোনে। তারপরে লিখতে হবে আপনার পিএনআর নম্বর এবং আপনি যেখান থেকে খাবার অর্ডার করতে চান সেই রেস্তোরাঁটি বেছে নিন। এরপর সিম্পল এর দ্বারা পে আফটার ডেলিভারি অপশনটি বেছে নিতে হবে।আপনি যে স্টেশনেই খাবারের অর্ডার দিয়েছেন সেখানেই খাবার পেয়ে যাবেন। তবে বিল সিম্পল অ্যাকাউন্টে দেখানো হবে। আইআরসিটিসি (IRCTC) -র এই নয়া উদ্যোগ সত্যি অতুলনীয়।

Advertisements