Electric Car Charging Time: ৩০% কমে যাবে চার্জিংয়ের সময়, ইলেকট্রিক গাড়িতে আসতে চলেছে নতুন প্রযুক্তি

New technology is going to reduce Electric Car Charging Time by 30%: পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ায় বৈদ্যুতিক গাড়ির প্রতি আকর্ষণ বেড়েছে ক্রেতাদের। সেই অনুযায়ী ক্রেতাদের আগ্রহ বৃদ্ধি করতে ইলেকট্রিক গাড়িতে ব্যবহার করা হচ্ছে নয়া প্রযুক্তি। তার মধ্যে অন্যতম হলো চার্জিংয়ের সময় (Electric Car Charging Time)। ইলেকট্রিক গাড়ি যেমন পরিবেশবান্ধব তেমনি এই গাড়ি চার্জিং করতে অনেকটাই সময় লাগে। ফলে এই চার্জিংয়ের সময় কমাতে বহুদিন ধরেই কোম্পানিগুলি নানা ধরনের চেষ্টা চালাচ্ছে। তার মধ্যেই এক বিরাট সিদ্ধান্ত নিল নামজাদা কোম্পানি Volvo Cars। বৈদ্যুতিক গাড়ির চার্জিংয়ের সময় কমাতে মোটা টাকা লগ্নির ঘোষণা করল Breathe Battery Technologies-তে।

ব্রিটেনের একটি স্টার্টআপ টেকনোলজি এই Breathe Battery Technologies। যা ব্যাটারি টেকনোলজির উপর কাজ করে। কত টাকা বিনিয়োগ করল ভলভো কারস? ব্যাটারির এই টেকনোলজিতে বিনিয়োগের প্রভাবে কত শতাংশ কমবে চার্জিংয়ের (Electric Car Charging Time) সময়? কবেই বা এই চার্জিং সফটওয়্যার ব্যাটারি ব্যবহার করে নতুন গাড়ি আনা হবে? এই সফটওয়্যার ব্যাটারি ব্যবহারে আর কি কি সুবিধা পাওয়া যাবে? রইল বিস্তারিত বিবরণ।

রিপোর্ট বলছে, ভলভো কারসের এই পদক্ষেপে ইলেকট্রিক চার্জিংয়ের সময় প্রায় ৩০ শতাংশ কমবে। যার ফলে দ্রুত চার্জ হবে ব্যাটারি। চার্জিং সুবিধার পাশাপাশি এই ব্যাটারি অত্যন্ত সুরক্ষিত থাকবে। অপরদিকে এই নয়া প্রযুক্তির ব্যাটারিযুক্ত গাড়ির অন্যান্য ফিচারসও অনেক উন্নত হবে। গাড়ির গতি বৃদ্ধি পাবে।

আরও পড়ুন 👉 Electric Mobility Promotion Scheme: ইলেকট্রিক গাড়ি কিনলে ৫০ হাজার টাকা ছাড়! সুবিধা দেবে কেন্দ্র

শুধু ব্যাটারির ক্ষেত্রে নয়, ব্যাটারি চার্জিংয়ের পাশাপাশি ব্রিদের এই ব্যাটারি সফটওয়্যার গাড়ির অন্যান্য পারফরমেন্সের ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব আরোপ করবে। আয়ুষ্কাল বৃদ্ধি পাবে। যা বৈদ্যুতিক গাড়ি নির্মাতাদের কাছে এক গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। খবর রয়েছে সাম্প্রতিক এই টেকনোলজি শীর্ষস্থানীয় বেশ কিছু ব্র্যান্ডেড গাড়ি নির্মাতাদের সাথে কাজ শুরু করেছে। যার মধ্যে প্রথমে রয়েছে Volvo Cars কোম্পানি। যা জানিয়েছেন ব্রিদ সংস্থার CEO ইয়ন ক্যাম্পবেল।

সূত্রের খবর, আগামী কয়েক বছরের মধ্যেই বাজারে আসবে এই নয়া প্রযুক্তির ব্যাটারিযুক্ত বৈদ্যুতিক গাড়ি (Electric Car Charging Time)। ফলেই Volvo কোম্পানি ইতিমধ্যেই তার কাজ শুরু করে দিয়েছে। আনুমানিক দু-তিন বছরের মধ্যেই নয়া ঝলক দেখাবে ভলভো। তবে ব্যাটারি চার্জিংয়ের সময় কমাতে ভলভো সংস্থা ব্রিদ কোম্পানিতে কত টাকা বিনিয়োগ করেছেন তা স্পষ্টভাবে বলেনি। এখন অপেক্ষা শুধু এই নয়া প্রযুরক্তি ব্যাটারি যুক্ত গাড়ির আগমনের।