TATA Tigor CNG: EV গাড়ি ভুলে যাবেন! TATA আনছে নতুন প্রযুক্তির গাড়ি, নিমেষে হবে ম্যাজিক

Prosun Kanti Das

Published on:

Advertisements

New technology TATA Tigor CNG is coming in the market: গাড়ির বাজারে বারবার নানা ধামাকা নিয়ে এসে ক্রেতাদের চমকে দিয়েছে টাটা মোটরস। এবার ভারতীয় গাড়ি প্রেমীদের আরো অত্যাধুনিক সুযোগ সুবিধা প্রদান করতে ভারতের বাজারে এসে গেল টাটা টিয়াগো এবং টাটা টাইগর CNG (TATA Tigor CNG) গাড়ি। বর্তমানে আমাদের দেশে টাটা টিয়াগো এবং টাটা টাইগর CNG গাড়ির বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এই দুটি গাড়ি দেশের প্রথম অটোমেটিক ট্রান্সমিশন যুক্ত CNG গাড়ি রূপে ভারতের বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে।

Advertisements

এতদিন পর্যন্ত ভারতীয় গাড়ির আরোহীরা CNG গাড়িতে অভ্যস্ত ছিলেন ঠিকই, তবে সেটি ছিল ম্যানুয়াল। তবে এবার টাটা মোটরস তাদের প্রযুক্তিতে আরো এক ধাপ অগ্রসর হয়ে বাজারে নিয়ে এলো অটোমেটিক CNG চার চাকা গাড়ি। ইতিমধ্যেই এই গাড়ি দুটির বুকিং শুরু হয়ে গেছে। মাত্র ২১ হাজার টাকা দিয়েই গাড়ি দুটির বুকিং করে ফেলতে পারবেন আগ্রহী ক্রেতারা। একদিকে যেমন অনেক বেশি মাইলেজের সুবিধা দেবে আরোহী দের ঠিক তেমনি এই গাড়িতে যাত্রা অনেক আরামদায়ক হবে আরোহীদের জন্য।

Advertisements

Tata Tiago iCNG Amt গাড়িটি তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। আর Tigor iCNG Amt গাড়িটি পাওয়া যাবে দুটি ভ্যারিয়েন্ট এ। টাটা মোটরস এর আধুনিক প্রযুক্তি যুক্ত এই দুই গাড়িতেই থাকবে টুইন সিলিন্ডার প্রযুক্তি। এই প্রযুক্তি এর আগে Altroz এ দেখা গেছে। অত্যাধুনিক প্রযুক্তি গুলির পাশাপাশি গাড়িটির সুরক্ষার জন্য মিলবে বিশেষ কিছু ফিচার।

Advertisements

আরও পড়ুন ? Hero Splendor EV: লাগবে না একফোঁটা পেট্রোল! এবার নতুন অবতারে আসছে হিরো স্পেলন্ডর

এই গাড়িতে সিঙ্গেল অ্যাডভান্স ECU থাকবে, যার দ্বারা গাড়ির চালক অতি দ্রুত ও সহজেই পেট্রল থেকে CNG মোড করতে পারবেন। গাড়িটির সুরক্ষার জন্য এতে দেওয়া রয়েছে একটি মাইক্রো সুইচ। এটি রিফুয়েলিং, থার্মাল প্রোটেকশন, গ্যাস লিক ইত্যাদি ক্ষেত্রে গাড়িটি বন্ধ করে দিতে সাহায্য করে। এই গাড়িতে লিক ডিটেকশন ফিচার যুক্ত করা হয়েছে। কোনো কারণে গাড়িটি থেকে গ্যাস লিক হলে গাড়ি পেট্রল মোডে ট্রান্সফার করে দেবে এই লিক ডিটেকশন ফিচারটি। ভারতে শুধুমাত্র টাটা টিয়াগো ও টাইগর CNG গাড়ি দুটিতেই এই অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা রয়েছে।

টাটা মোটরস সংস্থার তরফ থেকে জানানো হয়েছে গত বছরে তাদের CNG গাড়ির বাজার ৪০.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। টাটা মোটরস দাবি করছে ভারতীয় বাজারেও CNG গাড়ি কেনার জন্য ক্রেতারা রয়েছেন। তাই তাদের সর্বোচ্চ সুবিধা দিতে এই গাড়ি দুটির মধ্যে অভিনব প্রযুক্তি সংযুক্ত করেছে টাটা মোটরস। পাশাপাশি গাড়ি দুটিকে আকর্ষণীয় গড়ে তুলতে এর রং এর দিকেও বিশেষ গুরুত্ব দিয়েছে সংস্থা। টর্নেডো ব্লু, গ্রাসল্যান্ড বিজ এবং মিটিওর ব্রোঞ্জের মতো আকর্ষণীয় রং গুলিতেও মিলবে এই গাড়ি। গাড়ির দাম এবং গাড়ি গুলি সম্পর্কিত আরো বিস্তারিত তথ্য শীঘ্রই প্রকাশ করতে চলেছে সংস্থা।

Advertisements