New Ticketing System in Howrah Station: হাওড়া স্টেশনে চালু হল নতুন টিকিট বুকিং ব্যবস্থা, অনেক সুবিধা পাবেন যাত্রীরা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলের (Indian Railways) উপর ভর করে প্রতিদিন কোটি কোটি মানুষ নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। এই সকল যাত্রীদের বড় অংশ দেশের বিভিন্ন রেল স্টেশন থেকে টিকিট বুকিং করে ট্রেনে চড়েন। কেননা সবার পক্ষে অনলাইনে টিকিট বুকিং করা সম্ভব হয় না। দেশের বিভিন্ন রেল স্টেশনের পাশাপাশি অন্যতম জনপ্রিয় এবং ব্যস্ততম রেল স্টেশন হলো হাওড়া রেল স্টেশন (Howrah Station)।

Advertisements

হাওড়া রেল স্টেশন থেকে প্রত্যেকদিন হাজার হাজার যাত্রীরা টিকিট বুকিং করে থাকেন। যে কারণে এখানকার টিকিট কাউন্টারগুলিতে অধিকাংশ সময়ই লম্বা লাইন দেখা যায়। এই লম্বা লাইনের কারণে অনেক যাত্রীরা রয়েছেন যারা সময়ে টিকিট না পেয়ে ট্রেন মিস করে থাকেন। এসবের পরিপ্রেক্ষিতে হাওড়া রেল স্টেশনে এবার টিকিট বুকিংয়ের জন্য নতুন ব্যবস্থা (New Ticketing System in Howrah Station) চালু হলো আর সেই নতুন ব্যবস্থাই অনেক সুবিধা পাবেন যাত্রীরা।

Advertisements

লম্বা লাইনে না দাঁড়িয়ে স্মার্ট কার্ডের মাধ্যমে টিকিট বুকিংয়ের ব্যবস্থা অনেকদিন থেকেই রয়েছে হাওড়া স্টেশনে। তবে সবযাত্রীর কাছে স্মার্ট কার্ড না থাকার কারণে এই সুবিধা অনেকেই লাভ করতে পারেন না। কিন্তু বর্তমানে অধিকাংশ মানুষের কাছে স্মার্টফোন আর ইউপিআই অ্যাপ রয়েছে। এই বিষয়টির কথা মাথায় রেখেই রেলের তরফ থেকে এবার হাওড়া স্টেশনে কিউআর কোড ভিত্তিক টিকিট বুকিং ব্যবস্থা চালু করে দেওয়া হলো।

Advertisements

আরও পড়ুন ? First Railway Junction: হাওড়াও নয়, শিয়ালদহও নয়! জানেন কোনটি বাংলার প্রথম রেল জংশন

অনলাইনে কিউআর কোড স্ক্যান করে টাকা দেওয়ার ব্যবস্থা চালু হওয়ার ফলে এখন নগদ দেওয়া এবং ফেরত নেওয়ার ক্ষেত্রে যে সময় নষ্ট হতো তা আর হবে না। হাওড়া রেল স্টেশনের যে সকল টিকিট বুকিং কাউন্টার রয়েছে সেই সকল কাউন্টারের সামনে ঝুলিয়ে দেওয়া হয়েছে কিউআর কোড। যাত্রীরা এখন সহজেই কাউন্টারের টিকিট বুকিং করার পর ওই কিউআর কোড স্ক্যান করে খুব অল্প সময়ের মধ্যে পেমেন্ট করতে পারবেন।

নতুন এই ব্যবস্থা হাওড়া রেল স্টেশন ছাড়াও শিয়ালদা রেল স্টেশনে আগেই চালু করা হয়েছে। ইতিমধ্যেই নতুন এই ব্যবস্থার ফলে অনেক সুফলতা পাচ্ছেন যাত্রীরা। শুধু যাত্রীরা নন, এর পাশাপাশি টিকিটের পেমেন্ট ইত্যাদি নিয়ে অনেক ঝামেলা ঝঞ্ঝাট থেকে মুক্তি পেয়েছেন রেল কর্মীরাও। কেননা তারাও খুব অল্প সময়ের মধ্যেই খুচরো, নগদ এসবের ঝামেলা থেকে রেহাই পেয়ে যাত্রীদের হাতে টিকিট তুলে দিতে পারছেন।

Advertisements