নিজস্ব প্রতিবেদন : দেশের কোটি কোটি মানুষ রেল পরিষেবার (Indian Railways) উপর প্রতিদিন নির্ভর করে থাকেন। যে কারণে রেল পরিষেবার উপর যথেষ্ট চাপ থাকতে দেখা যায়। রেল পরিষেবার ওপর এমন অতিরিক্ত চাপের পরিপ্রেক্ষিতেই বহু রুট রয়েছে যেগুলিতে যাত্রীরা নিজেদের চাহিদা মত টিকিট পান না। এমন পরিস্থিতিতে দেশে যত নতুন ট্রেন (New Train) চালু হবে ততই যাত্রীদের উপকার হবে।
দেশে যে সকল ব্যস্ত থেকে ব্যস্ততম রুট রয়েছে সেগুলির মধ্যে অন্যতম একটি রুট হল উত্তরবঙ্গগামী রুট। এই রুটে বছরের প্রায় সব সময়ই ট্রেনের চাহিদা থাকে ব্যাপক। আবার যখন ঘুরতে যাওয়ার মরশুম পরে তখন এই সকল রুটের ট্রেনে টিকিট পাওয়া যায় না বললেই চলে। এবার এমন পরিস্থিতি থেকে যাত্রীরা কিছুটা হলেও মুক্তি পাবেন নতুন একটি ট্রেনের সূচনায়।
নতুন যে ট্রেনটির কথা বলা হচ্ছে সেটি হল বালুরঘাট শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস। ১৩১৯০ শিয়ালদা এক্সপ্রেস নামে এই ট্রেনটি বালুরঘাট থেকে শিয়ালদার উদ্দেশ্যে প্রতিদিন রওনা দেবে সন্ধ্যা ৭টায়। ট্রেনটি পরদিন ভোর ৪:২০ মিনিটে শিয়ালদা স্টেশনে এসে পৌঁছাবে। অন্যদিকে ১৩১৮৯ বালুরঘাট এক্সপ্রেস নামে ট্রেনটি শিয়ালদা থেকে রাত ১০টা ৩০ মিনিটে বালুরঘাটের উদ্দেশ্যে রওনা দেবে এবং বালুরঘাট পৌঁছাবে প্রদন সকাল ৮:৩০ মিনিটে।
যাত্রাপথে ট্রেনটি বালুরঘাট এবং শিয়ালদা স্টেশন ছাড়াও নৈহাটি, ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া জংশন, আজিমগঞ্জ জংশন, জঙ্গিপুর রোড, নিউ ফারাক্কা জংশন, মালদা টাউন, একলাখী জংশন, গাজোল, বুনিয়াদপুর, গঙ্গারামপুর, রামপুর বাজার সহ আরও একাধিক স্টেশনের স্টপেজ দেবে। এই ট্রেনে বালুরঘাট থেকে শিয়ালদা যাতায়াত যেমন সহজ হবে ঠিক সেই রকমই উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা ঘোরার ক্ষেত্রেও অনেক সুবিধা পাওয়া যাবে।
শিয়ালদা থেকে বালুরঘাটের দূরত্ব হলো ৪৪৫ কিলোমিটার। এই পথ পাড়ি দিতে ট্রেনটি সময় নেবে পাক্কা ১০ ঘন্টা। অন্যদিকে বালুরঘাট থেকে শিয়ালদা আসার জন্য ট্রেনটি সময় নেবে ৯ ঘণ্টা ২০ মিনিট। ১ জানুয়ারি ২০২৪ থেকে এই ট্রেনের সূচনা হওয়ার কথা রয়েছে। ট্রেনটির সূচনা হলে যারা নিউ জলপাইগুড়ি যাওয়ার জন্য সরাসরি ট্রেন পাচ্ছেন না তারা এই ট্রেনে চড়ে উত্তরবঙ্গের অন্যান্য স্টেশন পর্যন্ত পৌঁছে যেতে পারবেন। সেখান থেকে আবার অন্য কোন ট্রেন ধরে পৌঁছে যেতে পারবেন গন্তব্যে।