Darjeeling New Trekking Route: পর্যটকদের জন্য সুখবর, এবার দার্জিলিংয়ে চালু হচ্ছে নতুন ট্রেকিং রুট

Prosun Kanti Das

Published on:

Advertisements

New trekking route is starting in Darjeeling: ভ্রমণ প্রিয় পর্যটকদের মধ্যে কেউ ভালোবাসে শান্ত নিরিবিলি পরিবেশ, তো কেউ ভালোবাসে অ্যাডভেঞ্চার। আপনিও যদি অ্যাডভেঞ্জার প্রিয়দের দলে হয়ে থাকেন, তাহলে আপনার জন্য সুখবর। দার্জিলিং ট্যুরিজমের পক্ষ থেকে খুলে দেওয়া হলো নতুন একটি ট্রেকিং রুট (Darjeeling New Trekking Route)। অ্যাডভেঞ্চার প্রিয় যেকোনো পর্যটকের পক্ষে এই রুটে ট্রেকিং করা সম্ভব বলে জানিয়েছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেটেড কর্তৃপক্ষ। সম্পূর্ণ ট্রেকিং রুটটির দৈর্ঘ্য ১০ কিলোমিটারের কাছাকাছি। এই রুটে রয়েছে একাধিক ঐতিহাসিক স্পট। বহু পর্যটক প্রতিনিয়ত আসেন দার্জিলিং ভ্রমণে। তাদের মধ্যে অনেকেই ট্রেকিং করার ইচ্ছে প্রকাশ করেন। সেই সমস্ত বিদেশি ও স্থানীয় পর্যটকদের সামনে অ্যাডভেঞ্চারের মধ্য দিয়ে গোর্খাল্যান্ডের ইতিহাস কে তুলে ধরতে চায় জিটিএ।

Advertisements

এতদিন দার্জিলিংয়ে সাধারণের ট্রেকিং করার মতো একটি মাত্র পথ ছিল সান্দাকফুতে। কিন্তু সেখানেও রাস্তা তৈরি হবার পর ট্রেকিংয়ের চাহিদা অনেকটাই কমে গেছে। বহু পর্যটক অবশ্য ট্রেকিং এর মজা নিতে চলে যান সিঞ্চল অভয়ারণ্যে। কিন্তু সেই পথটি ও সাধারণের জন্য তেমন সুবিধা জনক নয়। তাই সাধারণের সুবিধার্থে নতুন আরও একটি ট্রেকিং পথ (Darjeeling New Trekking Route) চালু করল জিটিএ। ১০ কিলোমিটার দীর্ঘ এই ট্রেকিং পথটি শুরু হবে ম্যালের চৌরাস্তা থেকে এবং শেষ হবে এশিয়ার প্রথম জল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সিদরাপংয়ে।

Advertisements

দীর্ঘই ১০ কিলোমিটার ট্রেকিং পথে (Darjeeling New Trekking Route) কোথাও ঘন জঙ্গল, কোথাও হাঁটা পথ, কোথাও পাকা রাস্তা, তো কোথাও চোরাবাটো পার করে এগোতে হবে পর্যটকদের। পাহাড়ি এলাকায় এই দীর্ঘ পথে ট্রেকিং এর জন্য সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১ দিন। দার্জিলিং ম্যালের চৌরাস্তা থেকে শুরু হবে ট্রেকিং। এরপর ক্যাপিটাল হলের উপর দিয়ে পৌছবে তিব্বতীয় মিউজিয়াম। এরপর সার্কিট হাউজ হয়ে পৌঁছে যাবে শেরপা তেনজিং নোরগের বাড়ি। এরপর সেখান থেকে আরো একটু এগিয়ে গেলেই দেখা যাবে আভা আর্ট গ্যালারি এবং বর্ধমান মহারাজের বাড়ি, সেখান থেকে নামতে হবে নিচের দিকে। কিছুটা নামলেই দেখা যাবে আর্য চা বাগান আর তারপরেই হেঁটে পৌঁছানো যাবে গন্তব্যস্থল সিদরাপং জলবিদ্যুৎ কেন্দ্রে।

Advertisements

আরও পড়ুন ? Mirik Lake at Night: মিরিক ঘুরতে যাওয়ার আনন্দ বাড়বে কয়েকগুণ! এবার আরও এক পরিকল্পনা প্রশাসনের

এই যাত্রা পথে (Darjeeling New Trekking Route) যতগুলি দর্শনীয় স্থান রয়েছে সবকটি ঐতিহাসিক স্থান হিসেবে বিবেচিত। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য প্রথম এভারেস্টের চূড়ায় পৌঁছানো শেরপা তেনজিং নোরগের বাড়ি, বর্ধমান মহারাজার বাড়ি, সার্কিট হাউস এবং যাত্রাপথের শেষ গন্তব্য সিদরাপং জলবিদ্যুৎ কেন্দ্র। এই জলবিদ্যুৎ কেন্দ্রটি স্থাপিত হয়েছিল ১৮৯৭ সালে। এই জলবিদ্যুৎ কেন্দ্র থেকেই প্রথম আলো সরবরাহ হয় সমগ্র পাহাড়জুড়ে। ট্রেকিং শেষে পর্যটকদের হোটেলে ফেরানোর দায়িত্বও নিচ্ছে জিটিএ।

নতুন এই রুটটিতে (Darjeeling New Trekking Route) ট্রেকিং করতে হবে প্রথমে গ্রুপ তৈরি করে নিতে হবে। সর্বনিম্ন ৩ জন থেকে সর্বোচ্চ ১০ জনের একটি গ্রুপ তৈরি করা সম্ভব। ট্রেকিংয়ে যাবার জন্য কোন নির্দিষ্ট বয়স সীমা ধার্য করা হয়নি। ট্রেকিংয়ের উদ্দেশ্যে রওনা হওয়া প্রত্যেকটি দলের সাথে দার্জিলিং অ্যাডভেঞ্চার ট্যুরিজম বিভাগের ১ জন করে প্রতিনিধি বা গাইড অবশ্যই থাকবেন। ১ দিনের এই ট্রেকিংয়ের জন্য খরচ পরবে মাথাপিছু ২০০০ টাকা করে। ট্রেকিং চলাকালীন চা অথবা টুকটাক অন্যান্য খাবার-দাবারের খরচ, ট্রেকিং শেষে হোটেল অব্দি ফেরার জন্য গাড়ির ভারা অথবা যাত্রাপথে প্রয়োজনীয় যে কোন ছোটখাটো খরচের জন্য আলাদা কোন চার্জ দিতে হবে না পর্যটকদের।

Advertisements