নিজস্ব প্রতিবেদন : টেলিকম বাজার হোক অথবা অন্য কোন বাজার, ভারতকে বিশ্বের সবচেয়ে বড় বাজার বলা হয়ে থাকে। বিশ্বের এই সব থেকে বড় টেলিকম বাজারে একছত্ররাজ তৈরি করেছে মুকেশ আম্বানির সংস্থা Jio। দ্বিতীয় স্থানে রয়েছে Airtel। তুলনামূলক অনেকটা পিছিয়ে থাকলেও তৃতীয় স্থানে রয়েছে Vodafone Idea।
Vi দীর্ঘদিন ধরে ভারতের বৃহৎ টেলিকম বাজারে ব্যবসা করলেও বিভিন্ন কারণে তারা অন্যান্য টেলিকম সংস্থাগুলির থেকে পিছিয়ে পড়ছে। যেখানে অন্যান্য টেলিকম সংস্থা 5G রোল আউট করতে তৎপরতা শুরু করেছে দেশজুড়ে সেই জায়গায় Vi এখনো পর্যন্ত তাদের গ্রাহকদের সুখবর দিতে পারেনি। স্বাভাবিকভাবেই তারা পিছিয়ে পড়তে শুরু করেছে।
প্রযুক্তিগত দিক দিয়ে পিছিয়ে পড়লেও এই টেলিকম সংস্থা এখন গ্রাহকদের মন পেতে এবং তাদের ধরে রাখতে নতুন নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করছে। নতুন নতুন যে সকল রিচার্জ প্ল্যান তারা তাদের গ্রাহকদের জন্য লঞ্চ করছে তার মধ্যে সম্প্রতি নতুন দুটি রিচার্জ প্ল্যান তারা বাজারে এনেছে, যে দুটি রিচার্জ প্ল্যান ব্যবহার করলে গ্রাহকরা প্রতিদিন ২ জিবি ডেটা পাবেন।
Vi-এর তরফ থেকে নতুন যে দুটি রিচার্জ প্ল্যান লঞ্চ করা হয়েছে সেই দুটি রিচার্জ প্ল্যান হলো ৩৬৮ টাকা এবং ৩৬৯ টাকা। এই দুটি রিচার্জ প্ল্যান ব্যবহার করে ব্যবহারকারীরা প্রতিদিন ২ জিবি করে ডেটা পাবেন তা আগেই জানানো হয়েছে। তবে এর পাশাপাশি আর কি কি সুবিধা দেওয়া হচ্ছে এই দুটি রিচার্জ প্ল্যানে তা দেখে নেওয়া যাক।
৩৬৮ টাকা : এতে গ্রাহকরা প্রতিদিন ২ জিবি করে ডেটা পাওয়ার পাশাপাশি পাবেন আনলিমিটেড কল। এর পাশাপাশি রয়েছে প্রতিদিন ১০০ টি করে এসএমএস। রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত আনলিমিটেড ইন্টারনেট করার সুযোগ। SunNxt অ্যাপ, উইকেন্ড ডেটা রোলওভার সুবিধা, Vi মুভিজ অ্যান্ড টিভি সাবস্ক্রিপশন বিনামূল্যে। এই রিচার্জ প্ল্যানের বৈধতা হলো ৩০ দিন।
৩৬৯ টাকা : ৩৬৮ টাকার রিচার্জ প্ল্যানের সঙ্গে ৩৬৯ টাকা রিচার্জ প্ল্যানের পার্থক্য কেবল এক জায়গায়। ৩৬৮ টাকায় SunNXT এবং ৩৬৯ টাকায় Sony LIV অ্যাপটি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। বাকি সমস্ত সুবিধা একই।