নিজস্ব প্রতিবেদন : বাজারে এখন বিভিন্ন ধরনের যানবাহন দেখা যায় গণপরিবহনের ক্ষেত্রে ব্যবহারের জন্য। টোটো থেকে অটো এই সকল যানবাহন এখন অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে। তবে এসবকে অতীত করে এবার এমন একটি নতুন ধরনের বাহন সামনে এলো যা অবাক করছে যাত্রীদের। নতুন এই বাহনটি আবার ইলেকট্রিক, এতে একসঙ্গে ১৬ জন চড়তে পারবেন।
নতুন যে বাহনটির দেখা মিলেছে সেটি টোটোর আপগ্রেড ভার্সন বলা যেতে পারে। কেননা টোটোর মতই এই বাহনটিতে রয়েছে দুদিক খোলা। তবে টোটোর থেকে আকারে অনেকটা বড় এবং সিট সংখ্যা অনেক বেশি। টোটোর সঙ্গে আরও একটি সামঞ্জস্য রয়েছে এই বাহনটির, আর কি হলো এটিও টোটোর মত ইলেকট্রিক ভার্সনের বাহন। এটি টোটোর মতোই ব্যাটারিতে চলে।
এমন নতুন ধরনের বাহন অবশ্য রাজ্য বা দেশের সব জায়গায় খুঁজে পাওয়া যাবে না। আপাতত এই বাহন চলছে বাঁকুড়াতে। বাঁকুড়ার বাসিন্দা চঞ্চল সিং এমন অভিনব বাহন তৈরি করেছেন। অভিনব এই বাহনটি তৈরি করে তিনি জানিয়েছেন, এই বাহন এতটাই ক্ষমতা সম্পন্ন এবং এর আসন সংখ্যা এতটাই বেশি যে ১৬ জন যাত্রী আরাম করে বসে যাতায়াত করতে পারবেন। আবার যদি বাচ্চাদের নিয়ে যাওয়া হয় তাহলে ২৫ থেকে ৩০ জনকে নিয়ে যাওয়া সম্ভব।
আরও পড়ুন : Joydev Kolkata Bus: সুখবর, ফের চালু হলো দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের জয়দেব-কলকাতা বাস
নতুন এই বাহনের ক্ষমতা প্রসঙ্গে চঞ্চল সিং জানিয়েছেন, উচ্চ গুণগতমানের মেটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে এই বাহনটি। ১২ থেকে ১৫ বছর জীবন চক্র রয়েছে এমন লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যে ব্যাটারির পাঁচ বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। তিন থেকে সাড়ে তিন ঘণ্টা চার্জ দিলেই ফুল চার্জ হয়ে যাবে ওই ব্যাটারি। আর একবার ফুল চার্জ হলে ২৫০ কিলোমিটার পর্যন্ত গাড়িটি রান করানো সম্ভব হবে।
চঞ্চল সিং অর্থাৎ যিনি এই গাড়িটি তৈরি করেছেন তিনি জানিয়েছেন, গাড়িটি দুই ধরনের তৈরি করা হয়েছে। এক ধরনের গাড়িতে রয়েছে ডিস্ক ব্রেক এবং অন্য আরেক ধরনের গাড়িতে রয়েছে ড্রাম ব্রেক। এই ধরনের গাড়ি তৈরি করতে সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা খরচ হবে বলে জানিয়েছেন তিনি। তিনি অত্যাধুনিক এবং উচ্চ গুণগতমান সহ জিনিসপত্র ব্যবহার করে এই গাড়ি বিক্রি করছেন। যা এখন এলাকায় আলাদাভাবে আকর্ষণের কারণ হয়ে দাঁড়িয়েছে।