হাওড়া থেকে কতক্ষণ পরপর চলবে মেট্রো? কবে শুরু হবে পরিষেবা? এসে গেল লেটেস্ট আপডেট

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গঙ্গার নিচ দিয়ে মেট্রোর (Metro) চড়ে হাওড়া থেকে কলকাতা যাওয়ার জন্য মুখিয়ে রয়েছেন রাজ্যের মানুষেরা। গঙ্গার নিচ দিয়ে চলবে মেট্রো (Underwater Metro), এই নিয়ে সাধারণ মানুষদের মধ্যে রয়েছে কৌতূহল। তবে সেই কৌতূহলের থেকেও আরও বড় বিষয়টি হল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। কেননা হাওড়া ময়দান (Howrah Maidan) থেকে এসপ্ল্যানেড (Esplanade) পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হলে খুব সহজেই পৌঁছে যাওয়া যাবে তিলোত্তমা। যে কারণে এই পরিষেবা চালু হওয়ার অপেক্ষায় রয়েছেন প্রতিটি মানুষ।

Advertisements

হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করার জন্য দীর্ঘ কয়েক বছর ধরেই কাজ চালাচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ (Metro Rail)। টানেল বসানো থেকে শুরু করে সমস্ত কাজ হয়ে যাওয়ার পর ট্রায়াল রানও সম্পূর্ণ হয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে শুধু বাণিজ্যিকভাবে যাত্রী পরিষেবা শুরু করার অপেক্ষায় রয়েছে মেট্রো রেল। গ্রিন সিগনাল পেয়ে গেলেই শুরু হয়ে যাবে পুরোদমে পরিষেবা।

Advertisements

কবে এই মেট্রো রেল পরিষেবা শুরু হবে? কত মিনিট অন্তর অন্তর মেট্রো চলবে তা নিয়ে সাধারণ মানুষদের মধ্যে রয়েছে অনেক কৌতূহল। অবশেষে বুধবার সেই সকল কৌতুহল দূর করলেন কেএমআরসিএলের এমডি ভিকে শ্রীবাস্তব। এর পাশাপাশি তিনি এদিন জানিয়েছেন কবে থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো রেল পরিষেবা শুরু হবে।

Advertisements

ভি কে শ্রীবাস্তব বুধবার মেট্রো রেল পরিষেবা সংক্রান্ত যা যা জানিয়েছেন তা হল, হাওড়া থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো রেল পরিষেবা শুরু হয়ে যাবে চলতি বছর ডিসেম্বর মাসেই। পরিষেবা শুরু হয়ে যাওয়ার পর প্রতি ১২ মিনিট অন্তর অন্তর মেট্রো চলবে বলে জানানো হয়েছে। হাওড়া থেকে কলকাতার যাত্রী চাহিদার কথা মাথায় রেখে ঘন ঘন মেট্রো চালানো হবে। অন্যদিকে ২০২৪ সালের জুন মাস থেকেই হাওড়া থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো রেল চালু হবে বলেও জানিয়েছেন তিনি।

শহরের অন্যান্য জায়গায় মেট্রো রেল পরিষেবা চালু করা নিয়ে এদিন ভিকে শ্রীবাস্তব জানিয়েছেন, সেক্টর ফাইভ থেকে হলদিরাম ভায়া তেঘরিয়া মেট্রোর কাজ দ্রুত শুরু করে দেবে রেল কর্তৃপক্ষ। এই প্রকল্পের জন্য ৫০ শতাংশ টাকা দিতে হবে রাজ্য সরকারকে। যদিও রাজ্যের তরফ থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো রকম আগ্রহ দেখায়নি বলেই সূত্র মারফৎ জানা যাচ্ছে। রাজ্যের তরফ থেকে টাকা দিতে পারবে না বলেই জানানো হয়েছে।

Advertisements