নিজস্ব প্রতিবেদন : বিশ্বের বুকে নতুন নজির তৈরি করে ভারত চাঁদের মাটিতে তাদের মহাকাশ যান সফলভাবে অবতরণ করিয়েছে। গত ২৩ আগস্ট ঠিক সন্ধ্যা ৬:০৪ মিনিটে চন্দ্রযান ৩ (Chandrayaan 3) এর ল্যান্ডার বিক্রম (Lander Vikram) চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করে। এই অবতরণের সঙ্গে সঙ্গেই ভারত বিশ্বের চতুর্থ দেশ হিসাবে ইতিহাসের পাতায় নাম তোলে। আবার ইতিহাসের পাতায় ভারতের নাম উঠে দক্ষিণ মেরুতে প্রথম কোন মহাকাশযান অবতরণ করিয়ে।
চন্দ্রযান ৩ সফলভাবে চাঁদের মাটিতে অবতরণ করার পর ইসরো (ISRO) যেমন ইতিহাস তৈরি করেছে ঠিক সেইরকমই সেই ইতিহাসের সাক্ষী থাকতে পেরে ভারতের ১৪০ কোটি মানুষ গর্বিত। শুধু ভারত নয়, ভারতের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশগুলির তরফ থেকেও ভারতীয় বিজ্ঞানীদের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যাচ্ছে। এমনকি চিরশত্রু হিসেবে পরিচিত পাকিস্তানকেও ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের এবং ভারতের মহাকাশ গবেষণাগারে প্রশংসা করতে দেখা গিয়েছে।
অন্যদিকে চন্দ্রযান ৩ চাঁদের মাটিতে সফলভাবে অবতরণ করার আগের মুহূর্ত থেকে এখনো পর্যন্ত নানান ধরনের ভিডিও এবং তথ্য ইসরোর তরফ থেকে সর্বসাধারণের জন্য প্রকাশ করা হচ্ছে। সেই সকল ভিডিওর মধ্যে দেখা গিয়েছে বিক্রমের অবতরণ, বিক্রমের বুক চিরে প্রজ্ঞানের চাঁদের মাটিতে নামা ইত্যাদি। আবার চন্দ্রপৃষ্ঠের ছবি থেকে শুরু করে সেখানকার তাপমাত্রা সম্পর্কেও সম্প্রতি তথ্য প্রকাশ করা হয়েছে।
এসবের মধ্যেই ইসরোর তরফ থেকে নতুন একটি ভিডিও প্রকাশ করা হলো এবং সেই ভিডিওটিতে দেখানো হয়েছে কিভাবে চনমনে মেজাজে চাঁদের মাটিতে ঘুরে বেড়াচ্ছে রোভার প্রজ্ঞান (Rover Pragyan)। এই ইতিমধ্যেই প্রজ্ঞান চাঁদের মাটিতে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে তথ্য সংগ্রহ করছে এবং সেই তথ্য সঙ্গে সঙ্গে প্রেরণ করছে ইসরোর বিজ্ঞানীদের। ইসরোর বিজ্ঞানীরা সেই সকল তথ্য নিয়ে গবেষণা করছেন।
Chandrayaan-3 Mission:
?What's new here?Pragyan rover roams around Shiv Shakti Point in pursuit of lunar secrets at the South Pole ?! pic.twitter.com/1g5gQsgrjM
— ISRO (@isro) August 26, 2023
সম্প্রতি যে ভিডিওটি ইসরোর তরফ থেকে প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, চাঁদের মাটিতে চনমনে মেজাজে ঘুরে বেড়াচ্ছে রোভার প্রজ্ঞান। বিক্রমের গায়ে লাগানো থাকা ক্যামেরা থেকে রোভার প্রজ্ঞানের এইভাবে এক জায়গা থেকে অন্য জায়গা ঘুরে বেড়ানোর মুহূর্ত ক্যামেরাবন্দি করা হয়েছে এবং তা পাঠানো হয়েছে ইসরোতে। ইসরো দেশ এবং বিশ্বের মানুষের সামনে সেই মুহূর্ত তুলে ধরার জন্য সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও আপলোড করেছে।