‘মা-বাবার ঋণ শোধ হয়না, অষ্টমঙ্গলায় পেট পুরে খাবো’, কনকাঞ্জলিতে ধামাকা নতুন বউয়ের

SHARMISTHA CHATTERJEE

Updated on:

Advertisements

শর্মিষ্ঠা চ্যাটার্জী : কনে বিদায়ের সময় কান্নার বদলে হাসি মুখে বিদায় নিল কনে। এমনই এক ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা দেখে অনেকে প্রশংসা যেমন করেছেন বহুজনের, আবার চোখ কপালে ওঠার জোগাড়। এ কেমন কথা! বাড়ি ছেড়ে যাওয়ার আগে মেয়ের চোখে জল নেই পরিবর্তে হাসি। হ্যাঁ, এমনই ঘটনায় তোলপাড় পড়েছে নেটমাধ্যমে।

Advertisements

ভিডিওটিতে দেখা যাচ্ছে নতুন কনে বিয়ের বিদায় পর্বে পিছন দিকে চাল ছুঁড়ে বলছেন, ‘মা বাবার ঋণ কখনও শোধ করা যায় নি, তাই সেও পারবে না শোধ করতে।’ আবার তারপরেই তাকে বলতে শোনা যাচ্ছে, ‘অষ্টমঙ্গলায় এসে ওই চালের ফ্রায়েড রাইস খাবো।’ ঠিক তারপরেই যেখানে সমাজের নিয়ম অনুসারে মেয়েরা বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাওয়ার সময় কান্না জুড়ে দেয় সেখানে এই নতুন বউ কিন্তু তা করেনি, উলটে হাসতে হাসতে সবার দিকে ফ্লায়িং কিস ছুঁড়তে ছুঁড়তে যেতে দেখা যায়। এ সব কিছু দেখে কিছুটা অবাক লাগতে পারে ।

Advertisements

বিয়ে নামক সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে দুটো মানুষ নতুন জীবনে পথ চলা শুরু করে। যা কয়েকটি বিশেষ নিয়মাবলীর মাধ্যমে ধাপে ধাপে হয়ে থাকে । তার মধ্যে রয়েছে গায়ে হলুদ, আশীর্বাদ, বরবরণ, শুভদৃষ্টি, খই পোড়ানো, মালাবদল, সাতপাঁকে ঘোরা, সিঁদুর দান, বাসর জাগা তারপর অবশেষে আসে সেই কনকাঞ্জলির মুহূর্ত। যে মুহূর্ত সত্যিই কষ্টের। সবার চোখে জল আনা মুহূর্ত। কান্নার এক বিষাদের রোল ওঠে এই মুহূর্তে।

Advertisements

কনকাঞ্জলির নিয়ম অনুযায়ী মায়ের দিকে পেছন করে মেয়েকে মুঠো ভর্তি চাল ছুঁড়ে বলতে হয়, তোমার সব ঋণ শোধ করলাম। যদিও একথা কি সত্যিই সঠিক! মা বাবার ঋণ কি শোধ করা যায়! যারা নিজেদের রক্তজল করে জন্মমুহূর্ত থেকে সবথেকে বড়ো নিরাপত্তার জায়গা থেকে শুরু করে সর্বস্ব দিয়েছে নিজেদের খুশি গুলোকে দূরে সরিয়ে, সেই মামার ঋণ এত সহজে যে কখনোই শোধ করা যায়না সেই চিত্রই উঠে এসেছে ভাইরাল হওয়া ভিডিওটিতে।

মেয়েটি এই কাজের দ্বারা সমাজকে বুঝিয়ে দিয়েছে মা বাবার ঋণ এভাবে শোধ হয়না। সমাজে বহু মানুষের মুখ বন্ধ করে দিয়েছে সে। সময়ের পরিবর্তনে দৃষ্টিভঙ্গির পরিবর্তন যে জরুরী তাই উঠে এসেছে এই ভিডিওটির মাধ্যমে। আর শ্বশুর বাড়ি যাওয়ার সময় কান্নার বদলে তার মুখের হাসি মা বাবাকে সবদিনের মতো ছেড়ে যাওয়া নয় বরং সবসময় মা বাবার পাশে থাকারই ইঙ্গিত।

সমাজের চিন্তা ভাবনার পরিবর্তনে প্রয়োজন এমন কিছু ভাইরাল হওয়া ভিডিও যার আড়ালে এক অন্যরকম ভাবনা লুকিয়ে রয়েছে। এ ভাবনা সত্যিই প্রশংসনীয়। ভালো থাকুক নতুন বিয়ে হওয়া মেয়েটি আর ওর ভিডিও দেখে আরও কিছু মানুষের ভাবনায় আসুক পরিবর্তন এই আশাই আমরা করতে পারি।

Advertisements