সংকটের মাঝে স্বস্তির খবর, হু হু করে নামছে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রায় গোটা একটা বছর ধরে মানুষের জীবনকে বীতশ্রদ্ধ করে রেখেছে করোনা। বহু মানুষ স্বজন হারিয়েছেন। অনেকে কাজ হারিয়েছেন। সংকট তৈরি করেছে বিশ্ব থেকে ভারতে।

Advertisements

Advertisements

আর এই সংকট থেকে মুক্তির জন্য মুখিয়ে রয়েছেন কোটি কোটি মানুষ। এমন সংকটের মাঝেই সোমবার সবথেকে বড় স্বস্তির খবর মিললো ভারতে। দেশে হু হু করে নামছে করোনা আক্রান্তের সংখ্যা, তীব্র গতিতে বেড়ে চলেছে সুস্থ হয়ে ওঠার পরিসংখ্যান। আর যার পরেই আশার আলো দেখতে শুরু করেছেন কোটি কোটি মানুষ।

Advertisements

পরিসংখ্যান অনুযায়ী ভারতে যেখানে প্রতিদিন লাখের কাছাকাছি মানুষ করোনাই আক্রান্ত হচ্ছিলেন এখানে সোমবারের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন মাত্র ১৬,৫০৫। এমনকি আগের দিন এই সংখ্যাটা ছিল ১৮,১৭৭।

আক্রান্তের সংখ্যা কমার পাশাপাশি পাল্লা দিয়ে কমছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন ২১৪ জন। অন্যদিকে সুস্থ হয়ে উঠেছেন ১৯,৫৫৭ জন। যার পরেই দেশে মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা দাঁড়ালো ৯৯,৪৬,৮৬৭।

একইভাবে বাংলায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কমে দাঁড়িয়েছে হাজারের নিচে। রবিবারের রিপোর্ট অনুযায়ী বাংলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৮৯৬ জন। প্রাণ হারিয়েছেন ২৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৪৩২ জন। রাজ্যে বর্তমানে মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যা দাঁড়াল ১০,৪৪৬।

Advertisements