PM Kishan Samman Nidhi: মে মাসেই অ্যাকাউন্টে হাজার হাজার টাকা! কোটি কোটি উপভোক্তার মুখে হাসি ফোটাতে পারে কেন্দ্র

Prosun Kanti Das

Published on:

Advertisements

The next installment of PM Kisan Samman Nidhi can be credited to in May: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM Kishan Samman Nidhi) প্রকল্পের মাধ্যমে এখনো পর্যন্ত ১৬ টি কিস্তির টাকা, ভারতীয় কৃষকরা তাদের অ্যাকাউন্টে পেয়ে গেছেন। শেষ কিস্তির টাকা পাওয়া গিয়েছিল ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে। তারপর আর কোন টাকা কৃষকদের অ্যাকাউন্টে আসেনি। ২০২৪ সালের মে মাসেই ১৭তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে। এমনই ঘোষণা করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। ভারতের লোকসভা ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে এপ্রিল মাস থেকে। এখনো পর্যন্ত ২ দফার ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বাকি আরো ৫ দফার ভোট। লোকসভা ভোটের মাঝেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেবার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র।

Advertisements

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নীধি (PM Kishan Samman Nidhi) প্রকল্পের ১৬তম কিস্তির টাকা দেওয়া হয় ২৮ শে ফেব্রুয়ারি ২০২৪ -এ। সেদিন ৯ কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে মোট ২১ হাজার কোটি টাকা দেওয়া হয় কেন্দ্র সরকারের পক্ষ থেকে। এর আগে ২০২৩ সালে ১৫ ই নভেম্বর প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের ১৫ তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল। সম্প্রতি মে মাসে এই প্রকল্পের ১৭ তম কিস্তির টাকা দেবার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। নির্দিষ্ট দিন এখনো পর্যন্ত জানা যায়নি।

Advertisements

নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী পদে যোগদান করবার পর, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM Kishan Samman Nidhi) প্রকল্প চালু করেন। এই প্রকল্পের আওতাভুক্ত কৃষকদের প্রতি ৩ মাস অন্তর ২০০০ টাকা করে অর্থ সাহায্য করে কেন্দ্র। বছরে ৬০০০ টাকা ভাতা স্বরূপ দেওয়া হয় কৃষকদের। এপ্রিল থেকে জুলাই, আগস্ট থেকে নভেম্বর, ডিসেম্বর থেকে মার্চ এই তিনটি ভাগে কৃষকদের টাকা বিলি করে কেন্দ্র। লোকসভা ভোটের জন্য এই নিয়মে কোনরকম পরিবর্তন করা হবে না। নিয়ম অনুযায়ী, সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সঠিক সময়ে টাকা পৌঁছে দেবার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র।

Advertisements

আরও পড়ুন ? PM Kusum Yojana: পিএম কিসান অতীত! এবার লক্ষ লক্ষ টাকার সুবিধা দিচ্ছে PM Kumum Yojana

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM Kishan Samman Nidhi) প্রকল্পটি শুরু করা হয় ২০১৯ সালে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং এই প্রকল্পের উদ্বোধন করেন। শুরু থেকেই প্রকল্পটি কৃষকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। প্রকল্পের সুবিধা পেতে গেলে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার মোবাইল নম্বর ও ওটিপির সাহায্যে ই-কেওয়াইসি পূরণ করতে হবে। এই প্রকল্পের সুযোগ-সুবিধা পেতে গেলে ই-কেওয়াইসি ফিল করা বাধ্যতামূলক।

যে কোন সিএসসি পয়েন্ট থেকে বায়োমেট্রিক ই-কেওয়াইসির মাধ্যমেও ফরম ফিলাপ করা সম্ভব প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নীধি (PM Kishan Samman Nidhi) প্রকল্পের জন্য। কিন্তু ই-কেওয়াইসি ছাড়া এই প্রকল্পের সুযোগ-সুবিধা পাওয়া একেবারেই সম্ভব নয়। কোন কৃষক যদি তার অ্যাকাউন্টের স্ট্যাটাস জানতে চান, তাহলে সরাসরি পিএম কিষাণ ডট গভর্নমেন্ট ডট ইনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে জানতে পারবেন। অফিশিয়াল ওয়েবসাইটের ফ্রন্ট পেজেই নো ইওর স্ট্যাটাস অপশনে ক্লিক করলেই নিজেদের অ্যাকাউন্টের বর্তমান স্ট্যাটাস জানতে পারবেন যে কোন কৃষক।

Advertisements