Toll Fee New Rules: জাতীয় সড়কে টোল ফি’র নিয়মে বদল আলন কেন্দ্র, এবার মিলবে বড় ছাড়

Shyamali Das

Published on:

Advertisements

বাংলাএক্সপি ডেস্কঃ জাতীয় সড়কে যানবাহন চলাচলের ক্ষেত্রে কেন্দ্র সরকারকে নির্দিষ্ট পরিমাণ টোল ফি (Toll Fee) দিতে হয়। টোল ফি দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন সময় সরকারের তরফ থেকে নিয়মে (Toll Fee New Rules) বদল আনা হয়ে থাকে। যেমন লোকসভা নির্বাচন নিতে যাওয়ার পরপরই জাতীয় সড়কে যানবাহনের টোল ফি বাড়িয়েছিল কেন্দ্র। তবে এবার ফের সেই নিয়মে বদল এনে স্বস্তি দিলো আমজনতাকে।

Advertisements

২০০৮ সালের জাতীয় সড়ক টোল ফি নিয়মে বদল এনে কেন্দ্র সরকারের তরফ থেকে এবার আমজনতাকে স্বস্তি দেওয়া হয়েছে। নতুন যে নিয়ম কার্যকর করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে এবার জাতীয় সড়কে টোল ফি দেওয়ার ক্ষেত্রে মিলবে বড় ছাড়। যে ছাড়ের ঘোষণা করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে এমনও হতে পারে কোনরকম টোল ফি দিতে হবে না যানবাহন চালকদের। আবার বেশি পথ অতিক্রম করলেও ছাড় পাওয়া যাবে।

Advertisements

নতুন আইনে বলা হয়েছে, গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট অন্তর্ভুক্ত গাড়িগুলির জাতীয় অনুমোদন না থাকলেও জাতীয় সড়কে টোল ফি দেওয়ার ক্ষেত্রে তারা ছাড় পাবে। প্রতিদিন সর্বোচ্চ ২০ কিলোমিটার ছাড় দেওয়া হবে। আসা যাওয়ার দুই ক্ষেত্রেই কোন গাড়ি জাতীয় সড়কে ২০ কিলোমিটার পর্যন্ত ছাড় পাবে টোল ফি দেওয়ার ক্ষেত্রে। তবে ২০ কিলোমিটারের বেশি পথ অতিক্রম করলে যাত্রা পথের নিরিখে টোল ফি দিতে হবে।

Advertisements

আরও পড়ুন : New Skoda Cars: ভারতীয় বাজার ধরতে উঠে পড়ে লাগলো স্কোডা, লঞ্চ করল দুই ফাটাফাটি গাড়ি

সড়ক ও জাতীয় সড়ক মন্ত্রক মঙ্গলবার এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেদিন থেকেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো সেই দিন থেকেই নতুন নিয়ম কার্যকর হয়ে যাচ্ছে দেশজুড়ে। নতুন নিয়ম অনুসারে যে সকল যানবাহনের ন্যাশনাল পারমিট নেই সেই সকল যানবাহনও এই নিয়মের আওতায় চলে আসবে। অর্থাৎ ন্যাশনাল পারমিট না থাকা যানবাহনও এবার এই নিয়মের আওতায় দিনে ২০ কিলোমিটার ছাড় পাবে টোল ফি দেওয়ার ক্ষেত্রে।

কেন্দ্রের নতুন নিয়ম অনুযায়ী, যে সকল যানবাহন যাওয়ার অথবা আসা যে কোন ক্ষেত্রেই হোক না কেন যাত্রাপথ জাতীয় সড়কে ২০ কিলোমিটার হলে কোন টোল ফি দিতে হবে না। যে সকল যানবাহন ২০ কিলোমিটারের বেশি পথ অতিক্রম করবে সেই সকল যানবাহনদের মোট যাত্রা পথ থেকে ২০ কিলোমিটার বাদ দিয়ে টোল ফি দিতে হবে। কোন গাড়ি কত কিলোমিটার যাত্রা করছে তা নির্ধারণ করা হবে গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে।

Advertisements