হাতে দেড় মাস, করোনার তৃতীয় ঢেউ নিয়ে অশনি সঙ্কেত, সতর্ক করলো NIDM

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : দিন কয়েক ধরেই দেশে করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী। তবে এই নিম্নমুখী পরিস্থিতিতেও ভেসে আসছে অশনি সঙ্কেত। জাতীয় বিপর্যয় মোকাবিলা প্রতিষ্ঠানের পক্ষ থেকে করোনার তৃতীয় ঢেউ নিয়ে এই অশনিসঙ্কেত দেওয়া হয়েছে। যে কারণে আশার আলো দেখার মুহূর্তে হলেও ফের দুশ্চিন্তার পরিস্থিতি তৈরি হচ্ছে সাধারণ মানুষদের মধ্যে।

কেন্দ্র সরকারের শেষ পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করণা আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৭২ জন। সুস্থ হয়ে উঠেছেন ৪৪ হাজার ১৫৭ জন। প্রাণ হারিয়েছেন ৩৮৯ জন। এমত অবস্থায় স্বাভাবিকভাবেই আশার আলো দেখছে দেশের মানুষ। তবে NIDM যা জানাচ্ছে তাতে আগামী কয়েক মাসের মধ্যেই ফের একবার সংক্রমণের সর্বোচ্চ আকার নেবে।

সতর্কবার্তা হিসাবে NIDM এর তরফ থেকে জানানো হয়েছে, অক্টোবর মাসের মধ্যেই দেশে শীর্ষে উঠবে করোনার তৃতীয় দফার সংক্রমণ। অর্থাৎ যদি এই আশঙ্কা সত্যি হয় তাহলে হাতে মাত্র আর দেড় মাস সময় রয়েছে। তবে এই সংক্রমণের শীর্ষে ওঠার আগে সতর্কতা অত্যন্ত জরুরি বলেও মনে করছেন এই প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই এই সংক্রমণ নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরকে এমনই বার্তা প্রেরণ করেছে এই প্রতিষ্ঠান।

করোনার তৃতীয় ঢেউ নিয়ে দেশজুড়ে যে বিপুল অশনিসঙ্কেত রয়েছে তা কারোর অজানা নয়। যে কারণে প্রশাসনিকভাবেও বর্তমানে পদক্ষেপ এবং প্রচার চালানোর ক্ষেত্রে কোনো রকম খামতি রাখা হচ্ছে না। কিন্তু সাধারণ মানুষদের মধ্যে যে ধরনের গাফিলতি বা ঢিলেঢালা মনোভাব চোখে পড়ছে তা যেন এই তৃতীয় ঢেউকে আরও ত্বরান্বিত করছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে অজস্র ক্ষয়ক্ষতির পরেও কোথাও যেন শিক্ষার অভাব রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।