চতুর্থ দফার লকডাউনে জুড়লো নাইট কার্ফু

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : চতুর্থ দফার লকডাউন শুরু হয়ে গেল। এই লকডাউনে নাইট কার্ফুও জারি হবে। নাইট কার্ফু অর্থাৎ সন্ধ্যে ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত চলবে কার্ফু। সকালের দিকে অর্থাৎ সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে চতুর্থ দফার এই লকডাউনে। তবে নাইট কার্ফু জারি হতে পারে যদি রাজ্যগুলি মনে করে। এমনটাই জানিয়েছে কেন্দ্র।

Advertisements

Advertisements

নাইট কার্ফু চালু হলে এই সময়ে ভীষণ প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হতে পারবেন না। কী কী প্রয়োজনে মানুষ বাড়ির বাইরে বেরোতে পারবেন এই বিষয়টি ঠিক করবে স্থানীয় প্রশাসন। স্থানীয় প্রশাসন যদি মনে করেন নাইট কার্ফু ঠিক মতো পালন করা হচ্ছে না তাহলে তারা ১৪৪ ধারাও জারি করতে পারে। আপাতত যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে স্পষ্ট বলা হয়েছে ১০ বছরের নিচের বাচ্চা এবং ৬৫ বছরের ঊর্ধ্বে থাকা কোন বয়স্ক মানুষ, অন্তঃসত্ত্বা কোন মহিলা, ডায়াবেটিস বা উচ্চরক্তচাপের আছে এমন কোন মানুষ এই সময় একেবারেই বের হতে পারবেন না।

Advertisements

রবিবার সন্ধ্যায় সরকার লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করেন, তার সাথে সাথে এও বলেন এই দফায় কী কী খোলা থাকবে এবং কী কী বন্ধ থাকবে। আগের দফার লকডাউনের মতো এই দফাতেও সরকারি ও বেসরকারি অফিসে ৩৩% কর্মী নিয়ে কাজ হবে এবং যেকোন চার চাকার গাড়িতে চালক ব্যতীত আর একজন থাকতে পারবেন। আগের দফার লকডাউনের সাথে এই দফায় অতিরিক্ত জুড়ে
গেলো নাইট কার্ফু এবিষয়ে বিস্তারিত ভাবে খুব তাড়াতাড়ি আমরা জানতে পারব।

Advertisements