নিজস্ব প্রতিবেদন : রাজ্যের করোনা সংক্রমণ রুখে দিতে রাজ্য সরকারের তরফে পুনরায় কনটেইনমেন্ট জোন চালু করার সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় নতুন করে কনটেইনমেন্ট জোন অথবা মিনি কনটেইনমেন্ট জোন লাগু করা হচ্ছে। এই সিদ্ধান্ত অনুযায়ী এবার বীরভূমের ৯টি জায়গাকে বেছে নেওয়া হল কনটেইনমেন্ট জোন হিসেবে।
বীরভূম জেলা শাসক বিধান রায় এবং বীরভূমের দুই স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আড়ি ও রবীন্দ্রনাথ প্রধানের মধ্যে আলোচনার পরিপ্রেক্ষিতে করোনা সংক্রমণের পরিসংখ্যান অনুযায়ী এই ৯টি জায়গায় কনটেইনমেন্ট জোন চালু করার সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত অনুযায়ী এই সকল এলাকায় কঠোর বিধি নিষেধ জারি করা হয়েছে বৃহস্পতিবার থেকে।
এই সকল জায়গায় কোন একজনের করোনা আক্রান্ত হলেই পরিবারের অন্যান্য সদস্য এবং অন্যান্যদের মাস্ক পরে চলতে হবে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। পাশাপাশি আরও একাধিক কঠোর বিধি নিষেধ জারি হচ্ছে। মূলত জেলার সংক্রমণ পরিসংখ্যান শূন্যতে নামানো এবং সম্ভাব্য করোনার তৃতীয় ঢেউ রুখে দেওয়ার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বীরভূমের যে ৯টি জায়গাকে কনটেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হলো
বীরভূম স্বাস্থ্য জেলায় ৭টি জায়গা কনটেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। যে ৭টি জায়গা হল বোলপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লী, বোলপুর পৌরসভা ১৫ নম্বর ওয়ার্ডের কালিকাপুর, বোলপুর পৌরসভা ২০ নম্বর ওয়ার্ডের শুড়িপাড়া, দুবরাজপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের স্টেশন পাড়া, সিউড়ি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সমন্বয় পল্লী, ইলামবাজারে ইলামবাজার, নানুরের কীর্ণাহার ২ এর কালিনগর।
রামপুরহাট স্বাস্থ্য জেলায় ২টি জায়গাকে কনটেইনমেন্ট জোন হিসেবে বেছে নেওয়া হয়েছে। সেই দুটি জায়গা হল মুরারই ১ নম্বর ব্লকের মুরারই গ্রাম পঞ্চায়েতের নতুন বাজার মোড় এবং ওই ব্লকের রাজগ্রাম গ্রাম পঞ্চায়েতের সন্তোষপুর।