বাজেটে রেল থেকে রাস্তা, বড় প্রাপ্তি বাংলার

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রতি বছর বাজেট পেশ হওয়ার পরেই বাংলার মানুষদের সামনে একটি প্রশ্ন ঘোরাফেরা করে বাংলা কি পেল? আর এবার বিধানসভা নির্বাচনের দিকে নজর রেখে বড় প্রাপ্তি বাংলার। বাজেটের প্রথমদিকেই তা ফুটে ওঠে। পশ্চিমবঙ্গের রাস্তা ও রেলের উন্নয়নের জন্য মোটা অংকের টাকা বরাদ্দ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

Advertisements

Advertisements

কেন্দ্র সরকারের তরফ থেকে কলকাতা থেকে শিলিগুড়ি রাস্তার উন্নয়নের দিকে জোর দেওয়া হয়েছে। পাশাপাশি এই বাজেটে জানানো হলো, খড়গপুরকে কেন্দ্র করে তৈরি হবে ফ্রেইট করিডোরপ। আর এই সব মিলিয়ে বাংলার ঝুলিতে এলো মোটা অংকের বরাদ্দ।

Advertisements

বাজেট পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, পশ্চিমবঙ্গের নতুন করে ৬৭৫ কিলোমিটার রাস্তা তৈরি করা হবে। পাশাপাশি মেরামতির কাজ করা হবে কলকাতা থেকে শিলিগুড়ির রাস্তা। সবমিলিয়ে কেন্দ্র থেকে বাংলার জন্য বরাদ্দ করা হয়েছে ২৫ হাজার কোটি টাকা। যা বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

নির্মলা সীতারামন আরও জানান, এবার থেকে পিপিপি মডেলের রাস্তা তৈরি করা হবে। জাতীয় সড়ক নির্মাণ এবং সেই সকল জাতীয় সড়ক দেখভালের দায়িত্বে থাকবে বেসরকারি সংস্থা।

রেলের উন্নয়নের ক্ষেত্রে বাংলার প্রাপ্তি খড়গপুরকে কেন্দ্র করে তৈরি হতে চলেছে ফ্রেইট করিডোরপ। পাশাপাশি রেললাইন উন্নত করার জন্য কাজ হবে গোমত-ডানকুনি লাইনেও।

অন্যদিকে বাজেটে নির্মলা সীতারামন ঘোষণা করেন, আসাম এবং পশ্চিমবঙ্গের চা শ্রমিকদের কল্যাণের জন্য ১০০০ কোটি টাকা বরাদ্দ করার কথা। চা শ্রমিকদের কল্যাণের জন্য জোর দেওয়া হবে মহিলা এবং শিশুদের উপর।

Advertisements