নিজস্ব প্রতিবেদন : দীর্ঘদিন ধরেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার (Aadhaar) লিঙ্ক থাকাটা বাধ্যতামূলক বলে ঘোষণা করা হয়েছিল কেন্দ্রের তরফ থেকে। তবে লক্ষ্য করা গেছে এখনো দেশের লক্ষ লক্ষ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করা নেই। আর এই জায়গায় এবার কড়া পদক্ষেপের পথে কেন্দ্র সরকার। মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করানোর অন্তিম সময়সীমা জানিয়ে দিলেন।
কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, যে সকল গ্রাহকরা এখনো পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করেননি তারা এই আধার লিঙ্ক করার জন্য সময় পাবেন আগামী বছর অর্থাৎ ২০২১ সালের ৩১ শে মার্চ পর্যন্ত। আধার লিঙ্কের পাশাপাশি যে সমস্ত অ্যাকাউন্টের সাথে প্যান (PAN) কার্ড লিঙ্ক থাকাটাও জরুরি তাদেরও সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ৩১ শে মার্চ পর্যন্ত। আর এই সময়ের মধ্যে এই নির্দেশিকা না মানা হলে অ্যাকাউন্টধারীরা অসুবিধার সম্মুখিন হতে পারেন। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফ থেকে মঙ্গলবার এই মর্মে দেশের প্রতিটি ব্যাঙ্ককে নির্দেশিকা পাঠানো হয়েছে।
মঙ্গলবার ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের (Indian Banks’ Association) ৭৩ তম বার্ষিক সভায় যোগ দিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, ডিসেম্বর না হোক আগামী মার্চ মাসের মধ্যে যে সমস্ত অ্যাকাউন্টের সাথে প্যান কার্ড লিঙ্ক করানোটা জরুরি তা সম্পূর্ণ করতে হবে। পাশাপাশি প্রতিটি অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক অবিলম্বে সমাপ্ত করতে হবে।
Smt @nsitharaman delivers the keynote address at the Indian Banks' Association's (IBA) 73rd Annual General Meeting via video conferencing. pic.twitter.com/ChbqaC0tVo
— NSitharamanOffice (@nsitharamanoffc) November 10, 2020
এর পাশাপাশি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ডিজিটাল লেনদেনের মাধ্যমে আরও উৎসাহিত করতে ব্যবস্থা গ্রহণের কথা বলেন। ইউপিআই পেমেন্ট এবং রূপে কার্ড ব্যবহারের উপর জোর দিতে বলেন তিনি।