দূর হতে চলেছে KYC -র ভোগান্তি, কেন্দ্রের নয়া নিয়ম কেবল ঘোষণার অপেক্ষা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বিভিন্ন আর্থিক কাজের জন্য বছরের বিভিন্ন সময়ে গ্রাহকদের KYC ফর্ম ফিলাপ করে জমা দিতে হয়। এই ফর্ম ফিলাপ করার পাশাপাশি তার সঙ্গে জমা দিতে হয় প্রয়োজনীয় নথিপত্র। তবে এই সকল ফর্ম ফিলাপ এবং নথিপত্র জমা দেওয়ার থেকেও সবচেয়ে বড় সমস্যা হল ভোগান্তি। এই ভোগান্তি এবার যাতে না হয় তার জন্য কেন্দ্রের তরফ থেকে নয়া পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

Advertisements

এক দেশ, এক KYC। দেশজুড়ে ভিন্ন ভিন্ন কাজের জন্য আর আলাদা আলাদা কেওয়াইসি প্রয়োজন হবে না। একটি কেওয়াইসি সমস্ত ক্ষেত্রে কাজে লাগানো হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মঙ্গলবার এমনটাই জানিয়েছেন। তবে এই নিয়ম এখনো পর্যন্ত কার্যকর করা হয়নি। এই নিয়ম কার্যকর করার জন্য ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছেন তিনি।

Advertisements

কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যাচ্ছে, এই নতুন নিয়ম কার্যকর হয়ে যাওয়ার পর বিভিন্ন প্রতিষ্ঠানে একটি কেওয়াইসি ব্যবহার করে আর্থিক লেনদেন করতে পারবেন দেশের নাগরিকরা। গ্রাহক বর্তমানে কি অবস্থায় রয়েছেন তা জানার জন্য বিভিন্ন ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানগুলি এই কেওয়াইসি ফর্ম ও তার সঙ্গে প্রয়োজনীয় নথি জমা নিয়ে থাকে।

Advertisements

মঙ্গলবার FCCI ২০২২ সম্মেলনে বক্তব্য রাখার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, দেশজুড়ে এক KYC চালু করার কাজ শুরু হয়েছে। একবার কোনও গ্রাহক KYC জমা করলেই তা ভিন্ন ভিন্ন সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবহার করা যাবে। একবার KYC প্রক্রিয়া সম্পন্ন হলেই তা সব জায়গায় ব্যবহার করা যাবে। অন্য কোনও ব্যবসায়িক কাজ হলে প্রত্যেকবার KYC করাতে হবে না।

কেওয়াইসি জমা দেওয়ার সময় গ্রাহকদের বৈধ নথি হিসাবে জমা দিতে হয় আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি কার্ড ও ড্রাইভিং লাইসেন্স ইত্যাদির প্রতিলিপি। এই প্রক্রিয়ায় এবার গ্রাহকদের ঝক্কি কমানোর জন্য কেন্দ্রের তরফ থেকে এমন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

Advertisements