নিজস্ব প্রতিবেদন : করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা করা ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজের বিস্তারিত দ্বিতীয় ঘোষণায় বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দেশের সাধারণ জনগণ ও পরিযায়ী শ্রমিকদের জন্য একাধিক সুবিধার কথা জানান।
তিনি জানান, “পরিযায়ী শ্রমিকরা আগামী দুমাসের জন্য বিনামূল্যে খাদ্যশস্য পাবেন। রেশন কার্ড না থাকলেও দেওয়া হবে খাদ্যশস্য। যে সকল ব্যক্তিরা রেশন পান তারা বিনামূল্যে আরও ৫ কেজি করে খাদ্যশস্য পাবেন। ৫ কেজি চাল অথবা ৫ কেজি গমের সাথে পাওয়া যাবে ১ কেজি করে ডাল। এতে ৮ কোটি পরিযায়ী শ্রমিক উপকৃত হবেন। রাজ্য সরকারগুলিকে এটা লাগু করতে হবে। এর জন্য সরকারের খরচ হবে ৩৫০০ কোটি টাকা।”
এছাড়াও কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নির্মলা সীতারামন জানান, “পরিযায়ী ও গরিবদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরে থাকার ব্যবস্থা করা হচ্ছে। এইজন্য রেন্টাল হাউসিং স্কিম চালু করা হবে। এতে কম ভাড়ায় থাকার ব্যবস্থা হবে। এছাড়াও কৃষিক্ষেত্রে মার্চ-এপ্রিল মাসে ৬৩ লক্ষ ঋণ মুকুব করা হয়েছে। এই ঋণ মুকুবের টাকার পরিমান ৮৬ হাজার ৬০০ কোটি টাকা।”
কয়েক মাস পরেই এক দেশ, এক রেশন ব্যবস্থা চালু করা প্রসঙ্গে এদিন অর্থমন্ত্রীর নির্মলা সীতারামন জানান, “আগামী আগস্ট মাস থেকে এক দেশ, এক রেশন কার্ড চালু হয়ে যাবে। এর ফলে দেশের যে কোন রাজ্য থেকে যে কেউ তাদের অধিকারের রেশন তুলতে পারবেন।” এক দেশ, এক রেশন ব্যবস্থায় ইতিমধ্যেই দেশের ১৭ টি রাজ্য যুক্ত হয়ে গেছে বলে দিন কয়েক আগেই জানিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ান। আগামী কয়েক মাসের মধ্যে আরও তিনটি রাজ্যকে এই প্রকল্পের আওতায় যুক্ত করানো হচ্ছে।