Nita Ambani’s Dance: শুধু কোটি কোটি টাকার মালিক নন, নাচেও তুখোড়, দেখুন নীতা আম্বানির নাচের ভিডিও

নিজস্ব প্রতিবেদন : তিনি নীতা আম্বানি (Nita Ambani), তিনি মুকেশ আম্বানির (Mukesh Ambani) ছায়াসঙ্গী, জীবনসঙ্গী। এমন একজন মহিলা বিশ্বের প্রভাবশালী মহিলাদের মধ্যে অন্যতম। কেননা মুকেশ আম্বানির মতোই নীতা আম্বানির পকেটে রয়েছে লক্ষ লক্ষ কোটি টাকা। এহেন ব্যক্তিদের অন্যদের পারফরম্যান্স দেখতেই দেখা যায়, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন নীতা আম্বানির মতো একজন মহিলা ভারতীয় সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে নেচে অন্যদের মুগ্ধ করবেন?

মুকেশ আম্বানির জীবনসঙ্গীকে নিয়ে অনেকেই হয়তো এমনটা নাও ভাবতে পারেন। তবে সকলকে মুগ্ধ করতে নীতা আম্বানি সম্প্রতি এমনটাই করে দেখিয়েছেন। তিনি তার ছোট ছেলে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিং অনুষ্ঠানের শেষ দিনের রাতে এমন চমক দেখান। তার নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পর থেকেই তার রীতিমতো ভাইরাল হয়ে যায়।

ছোট ছেলের প্রি ওয়েডিং অনুষ্ঠানের শেষ রাতে নিতা আম্বানি বিশ্বম্ভরী স্তুতিতে যে নৃত্যকলা দেখিয়েছেন তা দেখে এখন মুগ্ধ গোটা বিশ্ব। মূলত মা অম্বার উদ্দেশ্যেই এই গান ও নাচ উৎসর্গ করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, মুকেশ পত্নী নীতা আম্বানি ট্র্যাডিশনাল কমলা রঙের শাড়িতে মঞ্চে অবতীর্ণ হয়েছেন। শাড়ির সঙ্গে সামঞ্জস্য রেখে মানানসই নানান ধরনের গয়না তাকে অপূর্ব রূপে ভরিয়ে তুলেছিল। আর এসবের মধ্যেই শাস্ত্রীয় নৃত্যশিল্পীদের মাঝে নিজের পারফরম্যান্স দেখান রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপারসন নিতা আম্বানি।

আরও পড়ুন 👉 বিনামূল্যে রেশন, নিজের জন্মদিনে বাংলার এই মানুষদের পকেট ভরালেন নীতা আম্বানি

জানা যায়, নীতা আম্বানি লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হলেও তিনি অত্যন্ত ধার্মিক। তিনি ছোটবেলা থেকেই প্রত্যেক নবরাত্রিতে স্তোত্র শুনে আসছেন। আর তার ছোট ছেলে অনন্ত আম্বানি এবং হবু বৌমা রাধিকা মার্চেন্টের জীবনের সফর যাতে সুন্দর হয় তার জন্য মা অম্ব্বার কাছে প্রার্থনা করতেই এমন উদ্যোগ নিয়েছিলেন তিনি। এছাড়াও তিনি তার এই পারফরমেন্স উৎসর্গ করেন নিজের নাতি-নাতনি আদ্যা শক্তি ও বেদা এবং সমস্ত ছোট মেয়েদের জন্যও।

মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিং অনুষ্ঠানের শেষ রাতে নীতা আম্বানির পারফর্মেন্স এখন সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ালেও শনিবার রাতেও অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন নীতা আম্বানি। আবার ওইদিন তার সঙ্গে যোগ্য সঙ্গ দিয়েছিলেন মুকেশ আম্বানি। প্রি ওয়েডিং অনুষ্ঠানে ‘পিয়ার হুয়া ইকরার হুয়া’ গানে দুজনকে রোমান্টিক পারফরম্যান্স করতে দেখা গিয়েছিল।