দেশে আর থাকবে না কোন টোল প্লাজা, সময়সীমা বেঁধে ঘোষণার নীতিন গড়করির

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের মতো দেশে প্রতিমুহূর্তে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বেড়ে চলেছে যানবাহনের সংখ্যা। দিন দিন যানবাহনের সংখ্যা এতটাই বৃদ্ধি পাচ্ছে যে যানজট নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। তবে এবার এই যানজট থেকে রক্ষা পাওয়ার জন্য নতুন এক সমাধান সূত্র বাতেলে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি।

Advertisements

যানজট থেকে দেশের মানুষকে নিস্তার দেওয়ার জন্য বুধবার সংসদে এইরকমই একটি বার্তা দিয়েছেন কেন্দ্রীয় এই মন্ত্রী। রাজ্যসভায় তিনি তার বক্তব্যে জানান, আগামী ছয় মাসের মধ্যে দেশের যত মহাসড়ক রয়েছে সেই সকল মহাসড়ক থেকে উঠে যাবে সমস্ত টোল প্লাজা। কেন্দ্রীয় মন্ত্রীর এই বক্তব্য অনুযায়ী টোল প্লাজা উঠে গেলে কিভাবে আদায় হবে টোল!

Advertisements

এটিই হল সবচেয়ে বড় প্রশ্ন। আসলে কেন্দ্র সরকারের তরফ থেকে টোল আদায়ের ক্ষেত্রে আনা হচ্ছে নতুন ব্যবস্থা। তুল আদায়ের ক্ষেত্রে এবার চালু হবে স্যাটেলাইট ভিত্তিক প্রযুক্তি। টোল প্লাজা এবং এই বর্তমান পদ্ধতিতে টোল আদায়ের কারণে মহাসড়কে নানান সমস্যা দেখা যায়। সেই সকল সমস্যার মধ্যে গুরুত্বপূর্ণ একটি সমস্যা হল ট্রাফিক জ্যাম। যে কারণেই কেন্দ্র সরকার নতুন এই প্রযুক্তি আনতে চলেছে।

Advertisements

নতুন পদ্ধতিতে টোল আদায় করার ক্ষেত্রে সরকার দুই ধরনের পথ বেছে নেওয়ার কথা ভাবছে। একটি হলো জিপিএস পদ্ধতিতে সরাসরি গাড়ির মালিকের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া। এই পদ্ধতিতে গাড়ি যতদূর চলবে সেই হিসাবে টোল আদায় হবে।

অন্যদিকে দ্বিতীয় পথ হিসাবে নম্বর প্লেট অনুযায়ী সরাসরি অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার কথাও ভাবা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী জানান, fastag এর পরিবর্তে এই স্যাটেলাইট পদ্ধতিতে টোল আদায় করার দিকেই হাঁটছে কেন্দ্র।

Advertisements