এই নিয়ম মেনে গাড়ি চালানোর সময় ফোনে কথা বললে লাগবে না জরিমানা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : মোটর ভেহিকেল সংশোধনী আইন পাশ হওয়ার পর এবং সেই আইন লাগু হওয়ার পর যানবাহনের ক্ষেত্রে অথবা যানবাহন চালানোর সময় নিয়ম লঙ্ঘন করলে বিপুল পরিমাণ জরিমানা গুনতে হচ্ছে। এইসকল নিয়মের মধ্যে রয়েছে গাড়ি চালানোর সময় ফোনে কথা বলা যাবে না। গাড়ি চালানোর সময় ফোনে কথা বললে বিপুল পরিমাণ অর্থ জরিমানা হিসেবে দিতে হয়। তবে এই জায়গায় এবার সুখবর দিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নীতিন গড়করি।

Advertisements

খোদ কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নীতিন গড়করি জানিয়েছেন, এবার থেকে গাড়ি চালানোর সময়ও ফোনে কথা বলা যাবে। এই বিষয়টিকে শীঘ্র আইনসম্মত করা হবে বলে লোকসভায় জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি জানিয়েছেন ফোনে কথা বলতে বলতে গাড়ি চালানো অবস্থায় যদি কোন ট্রাফিক পুলিশ আটকে চালান কাটেন তাহলে সেই চালান নিয়ে আদালতে চ্যালেঞ্জ করা যাবে।

Advertisements

তবে গাড়ি চালানোর সময় ফোনে কথা বলার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মানতে হবে বলে জানিয়েছেন খোদ কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নীতিন গড়করি। কেন্দ্রীয় সূত্রে জানা যাচ্ছে লোকসভায় নীতিন গড়করি জানিয়েছেন, গাড়ি চালানোর সময় চালক hands-free ব্যবহার করে ফোনে কথা বলতেই পারেন। hands-free ব্যবহার করে হ্যান্ডসেট পকেটে অথবা অন্য কোথাও থাকা অবস্থায় কথা বললে রাস্তা থেকে চোখ সরাতে হয় না। সেক্ষেত্রে গাড়ি চালানোর সময় ফোন ব্যবহারের ক্ষেত্রে কোন সমস্যা নেই।

Advertisements

মূলত গাড়ি চালানোর সময় hands-free ব্যবহার না করে সরাসরি ফোন কানে লাগিয়ে অথবা এক হাতে ধরে যানবাহন চালানোর ক্ষেত্রেই অধিকাংশ দুর্ঘটনা ঘটে থাকে। এই প্রবণতা আটকানোর জন্যই গাড়ি চালানোর সময় ফোনের ব্যবহার নিষিদ্ধ করা হয়। তবে সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাস, নিয়ম মেনে গাড়ি চালানোর সময় ফোনে কথা বললে জরিমানা দিতে হবে না।

নীতিন গড়কড়ির কথায়, “যদি কোনও গাড়ির চালক হ্যান্ডস ফ্রি ব্যবহার করে কথা বলেন গাড়ি চালানোর সময়, তবে তা শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে না। এই পরিস্থিতিতে ট্রাফিক পুলিশ কোনও জরিমানা করতে পারেন না। যদি কেউ জরিমানা করেন, তবে ওই চালান নিয়ে আদালতে চ্যালেঞ্জ করা যাবে।”

যদিও এর আগে গত বছর নীতিন গড়করি জানিয়েছিলেন, গাড়ি চালানোর সময় কেবলমাত্র নেভিগেশন বা নির্দেশের জন্য ফোন ব্যবহার করা যেতে পারে। অন্য কোন কাজে ফোন ব্যবহার করা যাবে না। এতে চালকের মনোসংযোগ ব্যাহত করতে পারে। তবে সম্প্রতি লোকসভায় তার এমন বিবৃতি নতুন নিয়মের পথ দেখাচ্ছে।

Advertisements