নিজস্ব প্রতিবেদন : সামনেই আসছে দোল পূর্ণিমা এবং হোলি। এই দোল পূর্ণিমা ও হোলি উপলক্ষে টানা তিন দিনের ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। টানা তিনদিনের ছুটিকে কাজে লাগিয়ে ইতিমধ্যেই অনেকেই শান্তিনিকেতন থেকে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন। এবার সেই সকল পর্যটকদের জন্য সুখবর যারা হোলির সময় উত্তরবঙ্গ অথবা অন্য কোন জায়গায় যাওয়ার প্ল্যান করেছেন।
কেননা ঘুরতে যাওয়ার ক্ষেত্রে অধিকাংশ পর্যটকরাই ট্রেনের উপর নির্ভরশীল থাকেন। তবে টানা ছুটি হাতে পেতেই ইতিমধ্যেই অধিকাংশ ট্রেনের টিকিট বুকিং শেষ হয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে পর্যটকদের কথা মাথায় রেখে ভারতীয় রেলের (Indian Railways) তরফ থেকে উত্তরবঙ্গ যাওয়ার জন্য স্পেশাল ট্রেনের ঘোষণা করলো। যে স্পেশাল ট্রেন এনজেপি থেকে আসানসোল এবং আসানসোল থেকে এনজেপি (NJP-Asansol-NJP Holi Special Train) পর্যন্ত যাতায়াত করবে।
হোলি স্পেশাল এই ট্রেনটি ঘোষণার ফলে কেবল উত্তরবঙ্গ যাওয়া নয়, এর পাশাপাশি দোলের সময় অন্যান্য বিভিন্ন যাওয়ার ক্ষেত্রেও অনেক সুবিধা পাবেন যাত্রীরা। কেননা হোলি বা দোলের সময় বিভিন্ন জায়গা থেকে বহু মানুষকে বাড়ি ফিরতে দেখা যায় আবার ফের তাদের কাজের যোগ দেওয়ার জন্য কর্মস্থলে যেতে দেখা যায়।। এই বছরও তার ব্যতিক্রম কিছু হয়নি। ইতিমধ্যেই বহু ট্রেনের সিট বুকিং হয়ে গিয়েছে। যার ফলে হোলি স্পেশাল এই ট্রেনটিতে চড়েও অনেকেই নিজেদের বাড়ি আসতে পারবেন অথবা ফের কর্মস্থলে যেতে পারবেন।
আরও পড়ুন ? Train Stoppage: আরও বাড়ল সুবিধা, বাংলায় দুটি এক্সপ্রেস ট্রেনের স্টপেজ বাড়াল রেল
আসানসোল ও নিউ জলপাইগুড়ির মধ্যে নতুন যে হোলি স্পেশাল ট্রেনটি দেওয়া হয়েছে সেটি মোট আপ ও ডাউন চারটি ট্রিপ দেবে। প্রথম ট্রিপ নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আসানসোলের উদ্দেশ্যে শুরু হচ্ছে ২২ মার্চ। নিউ জলপাইগুড়ি থেকে আসানসোলের দ্বিতীয় ট্রিপ রয়েছে ২৯ মার্চ। অন্যদিকে আসানসোল থেকে নিউ জলপাইগুড়ির প্রথম ট্রিপ রয়েছে ২৩ মার্চ এবং দ্বিতীয় ট্রিপ রয়েছে ৩০ মার্চ।
০৫৭৬৪ নিউ জলপাইগুড়ি থেকে আসানসোল হোলি স্পেশাল ট্রেনটি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে রওনা দেবে রাত ৯টা ৪৫ মিনিটে। এই ট্রেনটি আসানসোল এসে পৌঁছাবে পরদিন সকাল ১০টা ২৫ মিনিটে। অন্যদিকে ০৫৭৬৩ ট্রেনটি আসানসোল থেকে রওনা দেবে দুপুর ১ টার সময় এবং নিউ জলপাইগুড়ি স্টেশন পৌঁছাবে রাত আড়াইটার সময়। ইতিমধ্যেই এই সকল ট্রেনের টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছে।