বেসরকারি বাস চললেও বাড়বে না ভাড়া, ঘোষণা রাজ্য সরকারের

নিজস্ব প্রতিবেদন : বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে জনগণের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। আগামী সপ্তাহ থেকেই সকল বেসরকারি বাস চলতে শুরু করবে। সরকারি যে বাসগুলি চলছে সেই সংখ্যা আরও বাড়ানো হবে। বাস মালিকরা জানিয়েছিলেন বাসের ভাড়া কত হবে তা তারাই ঠিক করবেন। তবে শনিবার শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন যে বাড়তি বাস ভাড়া অনুমোদন করা হবে না।

পরিবহন মন্ত্রী এ প্রসঙ্গে যা জানান

১) বেসরকারি বাসের মালিক কর্তৃপক্ষ যে বাড়তি ভাড়ার কথা বলেছেন তা কখনোই অনুমোদন করা হবে না।

২) সরকারি বাসের সংখ্যা আরও বৃদ্ধি করা হবে।

৩) সন্ধ্যে ৭টা অবধি চলবে বাস।

৪) যেগুলি কনটেনমেন্ট জোন নয় সেই সকল জোনের বাইরে ট্যাক্সি পরিষেবা চালু করা হবে।

৫) অটো চলাচল দিয়ে এখনই কোনো রকম সিদ্ধান্ত নেয় নি সরকার। তবে অ্যাপ ক্যাব চলছে।

৬) বেসরকারি বাস-মিনিবাসের ভাড়া যেভাবে বাড়ানো হয়েছে তাতে জনগণের মধ্যে এই সময় যথেষ্ট বিভ্রান্তি ছড়িয়ে গেছে। তাই ভাড়ার বিষয়ে মানবিক দৃষ্টিভঙ্গি রাখতে হবে।

৭) যাত্রীদের সহযোগিতার বিষয়টিও তিনি বলেন। তিনি বলেন, যাত্রীরাও এ বিষয়ে সহযোগিতা করছেন। এদিন শুভেন্দু অধিকারী আরও বলেন, স্বাস্থ্যবিধি নিয়ে কোনোরকম সমঝোতা করা হবে না।