নিজস্ব প্রতিবেদন : মিসড কলের মাধ্যমেই রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং, মিসড কলের মাধ্যমে নতুন কানেকশন পাওয়া, তৎকাল গ্যাস সিলিন্ডার ডেলিভারি, রান্নার গ্যাস সিলিন্ডার ডেলিভারি করার সময় OTP বাধ্যতামূলক ইত্যাদি একাধিক পদক্ষেপ গ্রহণের পর এবার ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে গ্রাহকদের ভোগান্তি রুখতে আরও এক অভিনব পদক্ষেপ নেওয়া হলো। আর এই অভিনব পদক্ষেপ হলো এবার থেকে গ্রাহকরা কোনরকম ঠিকানা প্রমাণপত্র ছাড়াই যেকোনো সময় পেতে পারেন রান্নার ছোটু গ্যাস সিলিন্ডার।
ছোটু LPG সিলিন্ডার (Chhotu LPG cylinder) হল ৫ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডার। যে সকল গ্রাহকরা কাজের তাগিদে এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে বেড়ান তাদের সুবিধার জন্য এই গ্যাস সিলিন্ডার আনা হয়েছে ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে। আর এই রান্নার গ্যাস সিলিন্ডার আনার পাশাপাশি বর্তমানে ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে জানানো হয়েছে যেকোনো জায়গায় গ্রাহকরা তাদের ঠিকানা পরিচয় পত্র ছাড়াই এই গ্যাস সিলিন্ডার রিফিল করাতে পারবেন।
ভারতের যে কোন রাজ্যের যে কোন জেলায় এই ছোটু LPG সিলিন্ডার (Chhotu LPG cylinder) রিফিল করানো যেতে পারে ইন্ডিয়ান অয়েল রিটেইল আউটলেট, কিরণ স্টোর এবং স্থানীয় সুপারমার্কেটে। সুতরাং এই রান্নার গ্যাস সিলিন্ডারে একাধিক সুবিধা থাকার পাশাপাশি এর সম্পর্কে তো বেশ কিছু তথ্য আমাদের জেনে নেওয়া উচিত।
১) ছোটু LPG সিলিন্ডার কেনার জন্য কোনরকম ঠিকানার পরিচয় পত্র দিতে হয় না। সরকারি যে কোনো পরিচয় পত্র দিলেই এই রান্নার গ্যাস সিলিন্ডার পাওয়া যায়।
২) এই গ্যাস সিলিন্ডার কেনার সময় কোন রকম সিকিউরিটি মানি ডিপোজিটের প্রয়োজন হয় না।
৩) ১৪.২ কেজির রান্নার গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে ভর্তুকি ব্যবস্থা থাকলেও ৫ কেজি ওজনের এই ছোটু LPG সিলিন্ডারে কোনরকম ভর্তুকি নেই।