নিজস্ব প্রতিবেদন : ব্যক্তিগত যানবাহন হোক অথবা বাণিজ্যিক যানবাহন, সব ক্ষেত্রেই গাড়ির চালক এবং মালিকদের গাড়ি রাস্তায় বের করার জন্য বেশ কিছু নিয়ম মানতে হয়। ব্যক্তিগত যানবাহনের থেকে বাণিজ্যিক যানবাহনের ক্ষেত্রে এই নিয়ম কিছুটা হলেও কড়া হয়ে থাকে। এসবের পরিপ্রেক্ষিতেই এবার কলকাতা হাইকোর্ট কলকাতায় যাতায়াত করা বাসের (Bus Kolkata) ক্ষেত্রে নতুন নির্দেশ দিল, আর এবার থেকে প্রতিটি বাসকে সেই নির্দেশ মেনেই চলতে হবে।
কলকাতা হাইকোর্টের তরফ থেকে এমন নির্দেশ দেওয়া হয়েছে মূলত একটি মামলার পরিপ্রেক্ষিতে। কলকাতা হাইকোর্টে কাকলি দত্ত নামে এক মহিলা এই বিষয়ে একটি জনস্বার্থ মামলা করেছিলেন। যে মামলায় তিনি একাধিক বাসের নম্বর তুলে ধরে দাবি করেছিলেন, এই সকল বাস কোনরকম পারমিট ছাড়াই নিজেদের ব্যবসা চালাচ্ছে কলকাতার মতো জায়গায়। সেই মামলার পরই রাজ্য সরকারের থেকে হলফনামা তলব করে কলকাতা হাইকোর্ট।
কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্য সরকারের কাছে হলফনামা তলব করা হলে যে রিপোর্ট জমা করে তাতে গত বছর ১৬ মে কলকাতা ট্রাফিক পুলিশ বিভাগের ডেপুটি পুলিশ কমিশনার স্বীকার করে নিয়েছিলেন, ওই মহিলার করা জনস্বার্থ মামলার সত্যতা রয়েছে। এরপরই কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্য পরিবহন দপ্তরকে একটি দল গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। যে দলের প্রধান কাজ হল পারমিটবিহীন যানবাহনগুলিকে চিহ্নিত করা।
আরও পড়ুন ? কলকাতায় এই ৩ রুটে চালু হলো উবার এসি বাস পরিষেবা, ভাড়া কত জেনে নিন
জানা যাচ্ছে, মধ্য কলকাতা, এসপ্ল্যানেড, সেন্ট্রাল বাস টার্মিনাস, রবীন্দ্র সেতু সংলগ্ন এলাকায় এই ধরনের অনেক বাস পারমিট ছাড়াই নিজেদের ব্যবসা করছে। এবার এই সকল বাসগুলিকে চিহ্নিত করা হবে এবং যদি দেখা যায় তাদের পারমিট ঠিকঠাক নেই তাহলে সেই সকল বাসকে আটক করা হবে। এছাড়াও দেখা হবে ওইসব বাসের আগে কোন জরিমানা রয়েছে কিনা। যদি দেখা যায় জরিমানা রয়েছে এবং তারপরেও পারমিট ছাড়া বাস চালানো হচ্ছে তাহলে তাদের শোকজ নোটিশ ধরাতে হবে।
এর পাশাপাশি আদালতের তরফ থেকে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে করে তারা রাজ্য পরিবহন দপ্তরের সহযোগিতায় পর্যাপ্ত পরিমাণে পুলিশ দিয়ে থাকেন এইসব কাজে সহযোগিতা করার জন্য। যাতে করে আদালতের নির্দেশ সঠিকভাবে কার্যকর করা যায় সেই দিকে পুলিশ প্রশাসন সবাইকে সমান ভাবে নজর দিতে হবে। যদিও এই মামলার পরবর্তী একটি শুনানির দিন রয়েছে আগামী ২৩ ফেব্রুয়ারি।