RuPay Credit Card ব্যবহারকারীদের জন্য সুখবর, UPI লেনদেন নিয়ে নয়া ঘোষণা

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : বর্তমান সময়ে ডিজিটাল লেনদেনের ব্যবহার দিন দিন বাড়ছে। ডিজিটাল লেনদেনের ব্যবহার দিন দিন বাড়ার পাশাপাশি বাড়ছে ক্রেডিট কার্ড ব্যবহারের সংখ্যাও। একটা সময় ছিল যখন ক্রেডিট কার্ড নিয়ে মানুষের মধ্যে নানান প্রশ্ন ঘোরাফেরা করতো। এখন সেই ক্রেডিট কার্ডই বিপুল চাহিদার জায়গা হয়ে দাঁড়িয়েছে।

ক্রেডিট কার্ড ব্যবহার বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পেয়েছে RuPay Credit Card ব্যবহারের সংখ্যাও। চার বছর আগে এই ধরনের ক্রেডিট কার্ড ব্যবহার শুরু হয়। এই ক্রেডিট কার্ড ব্যবহারের সঙ্গে এখন যুক্ত দেশের বড় বড় ব্যাংক। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই ক্রেডিট কার্ড ইউপিআই লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করার জন্য অনুমতি দিয়েছে। এই অনুমতি যেমন একদিকে সুখবর ঠিক তেমনি আরও একটি সুখবর দেওয়া হয়েছে এই ধরনের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়ম অনুযায়ী যেকোনো ইউপিআই অ্যাপে ক্রেডিট কার্ড লিঙ্ক করা এবং পিন সেট করার ক্ষেত্রে গ্রাহকদের সম্মতি প্রয়োজন। এর পাশাপাশি গত ৪ অক্টোবর সার্কুলার জারি করে জানানো হয়েছে, আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে অ্যাপের নিয়মগুলি ক্রেডিট কার্ডের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এরই সঙ্গে সবচেয়ে বড় যে সুখবর দেওয়া হয়েছে তা জানা দরকার।

সুখবর হিসাবে RuPay Credit Card ব্যবহারকারীদের জন্য জানানো হয়েছে, ইউপিআই লেনদেনের ক্ষেত্রে ২০০০ টাকা পর্যন্ত লেনদেনের জন্য ব্যবহারকারীদের কোনরকম বাড়তি চার্জ দিতে হবে না। অর্থাৎ ২০০০ টাকা পর্যন্ত লেনদেন করার ক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে লেনদেন করতে পারবেন RuPay Credit Card ব্যবহারকারীরা।

সার্কুলার জারি করে এনসিপিআই জানিয়েছে, RuPay Credit Card ব্যবহারকারীদের আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে ২০০০ টাকা পর্যন্ত জিরো মার্চেন্ট কনসেশন রেট। এই চার্জ হল সেই চার্জ যা ব্যবসায়ীরা ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড ব্যবহারের জন্য ব্যাংককে দিয়ে থাকে।