নিজস্ব প্রতিবেদন : ভারতে করোনা ছড়িয়ে পরা একবছর পার হতে চললো। আর এই এক বছরে দেশ তথা বাংলার মানুষ বহু দুঃখ কষ্টের সাক্ষী থেকেছে। লকডাউন, আর্থিক অনটন এসবের পাশাপাশি রয়েছে আত্মীয়-স্বজনদের হারানোর কষ্ট। আর সেই জায়গায় এবার ১১ মাস পর কিছুটা হলেও স্বস্তির খবর পাওয়া গেল বাংলায়।
সোমবার পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ভবনের তরফ থেকে করোনা সংক্রান্ত যে রিপোর্ট পেশ করা হয় তাতে দেখা গিয়েছে গত ২৪ ঘন্টায় রাজ্যের মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৯৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ২১২ জন। আর প্রাণহানির সংখ্যা ০।
রাজ্যে বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা ৫৭৫৩১৬। সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৫৬১৭৫৫। মোট প্রাণহানির সংখ্যা ১০২৬৮। আর বর্তমানে মোট সক্রিয় রোগীর সংখ্যা হল ৩২৯৩।
এখন স্বস্তির খবর হল মার্চের প্রথম তারিখের রিপোর্ট অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘন্টায় কোন করোনা রোগীর মৃত্যু হয়নি। আর এমনটা সম্ভব হলো প্রায় ১১ মাস পর। গত বছর ২২ শে মার্চ থেকে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে প্রাণহানির ঘটনা ঘটতে শুরু করে। আর এরপর প্রায় দীর্ঘ ১১ মাস পর এমন সুখবর স্বাভাবিকভাবেই স্বস্তির বাতাস দিচ্ছে রাজ্যের বাসিন্দাদের।
WB COVID-19 Daily Health Bulletin: 1 March 2021.
A detailed snapshot of all relevant details on COVID-19 in WB. Keep checking.পশ্চিমবঙ্গ কোভিড-১৯ দৈনিক স্বাস্থ্য বুলেটিন: ১ মার্চ ২০২১।
পশ্চিমবঙ্গের কোভিড-১৯ সম্পর্কিত বিস্তারিত তথ্য পেতে নজর রাখুন।#BengalFightsCorona pic.twitter.com/w43rV9WB9L— Department of Health & Family Welfare, West Bengal (@wbdhfw) March 1, 2021
[aaroporuntag]
বর্তমানে ভারতে কিছুদিন আগে পর্যন্ত করোনা নিয়ে স্বস্তির খবর শোনা যাচ্ছিল। কিন্তু আবার হঠাৎ করে তা বাড়তে শুরু করে। ইতিমধ্যেই মহারাষ্ট্রে দিন কয়েক ধরেই আক্রান্তের সংখ্যা প্রতিদিন ৮ হাজারের বেশি। বেশ কিছু এলাকায় আগাম সর্তকতা হিসাবে লকডাউন এবং কড়া বিধি-নিষেধ জারি করা হয়েছে। আর এমত অবস্থাতেও বাংলার জন্য এমন সুখবর আশাজনক।