দুবছরে নেই কোনও অপরাধ, বাঁকুড়ার ৭ টি গ্রামকে পুরস্কৃত করলো পুলিশ প্রশাসন

নিজস্ব প্রতিবেদন : ঝগড়া-বিবাদের বালাই নেই, নেই ব্যক্তিগত ঝামেলাও। এই গ্রামগুলিতে রাজনীতি থাকলেও অপরাধ, উত্তেজনার লেশমাত্র চোখে পড়ে না, নেই কচকচানিও। আর এসকল না থাকার কারণে নেই কোন অভিযোগ। বিগত দু’বছর ধরে গ্রামে পা পড়েনি পুলিশের। ভাবতে অবাক লাগলেও এমনই ৭টি গ্রামের খোঁজ পাওয়া গেল বাঁকুড়ার ইন্দাস ব্লক এলাকায়। বছরের পর বছর শান্তি বজায় রাখার কারণে ঐসকল গ্রামগুলিকে চিহ্নিত করে পুলিশ প্রশাসনের তরফ থেকে দেওয়া হলো বিশেষ পুরস্কার, দেওয়া হলো আলাদা করে তকমা।

বাঁকুড়ার ইন্দাস ব্লকের মোট ১০টি গ্রাম পঞ্চায়েতে রয়েছে ১৮৬ টি গ্রাম। যাদের মধ্যে মেরাল, কাশপুর, মদনবাটি, শেখডাঙ্গা, প্রতাপ মাঠ, সাঁওতারি ও ভাসনা এই সাতটি গ্রামকে পুলিশ প্রশাসনের তরফ থেকে চিহ্নিত করা হয়। যাদের মধ্যে প্রথম পাঁচটি গ্রামের বিগত দুই বছরে কোনো মামলা নেই। আর বাকি দুটিতে ২০১১ সাল থেকে মামলার কোনো চিহ্নমাত্র নেই। শনিবার ইন্দাস হাইস্কুলে এক অনুষ্ঠানের মাধ্যমে এলাকার ৭টি গ্রামের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দিলেন পুলিশ আধিকারিকরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরে ইন্দাস থানা এলাকায় অন্যান্য গ্রাম থেকে ২৪১টি এফআইআর-সহ ডায়েরি হয়েছে মোট ৪৭৬টি। কিন্তু এই সকল এফআইআর অথবা মামলায় এই সাতটি গ্রামের নামের লেশমাত্র নেই বিগত দুই বছরে। ফলে গ্রামের এমন শান্ত সুন্দর পরিবেশ দেখেই বাছাই করে ওই সাতটি গ্রামকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়েছে।