Jio-র এই রিচার্জ প্ল্যানে দিনে যত খুশি ইন্টারনেট, খরচ ৩০০ টাকার কম

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে যে সকল টেলিকম সংস্থা রয়েছে তাদের মধ্যে বৃহত্তম টেলিকম সংস্থা হল Jio। দিন দিন আকর্ষণীয় বিভিন্ন ধরনের পরিষেবা এবং বিভিন্ন ধরনের অফার প্রতিনিয়ত এই টেলিকম সংস্থার গ্রাহক সংখ্যা বৃদ্ধি করছে। এবার সেই রকমই এই টেলিকম সংস্থার তরফ থেকে এমন একটি রিচার্জ প্ল্যান আনা হয়েছে, যাতে রয়েছে অবাধ ইন্টারনেট করার সুযোগ।

জিও তাদের বিভিন্ন ধরনের গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে। সেই সকল রিচার্জ প্ল্যানের মধ্যে যেমন রয়েছে প্রতিদিন ১ জিবি, ২ জিবি, ৩ জিবি ডেটা, ঠিক সেই রকমই আবার এমন কয়েকটি রিচার্জ হয়েছে যেগুলিতে সেই ভাবে ডেটা দেওয়া হয় না। আবার এমন কয়েকটি রিচার্জ প্ল্যান রয়েছে যেগুলিতে রয়েছে অবাধ ইন্টারনেট করার সুযোগও।

Jio-র এমন সব রিচার্জ প্ল্যানের মধ্যেই মাত্র ৩০০ টাকার মধ্যে Freedom Plan নামে যে প্ল্যানটি আনা হয়েছে তার খরচ হলো ২৯৬ টাকা। এই রিচার্জ প্ল্যানটি যে সকল গ্রাহকরা রিচার্জ করবেন তাদের দৈনিক ডেটা ব্যবহারের ক্ষেত্রে কোনো রকম বিধি নিষেধ নেই। স্বাধীনভাবে তারা ডেটা ব্যবহার করতে পারবেন।

২৯৬ টাকার রিচার্জ প্ল্যানে সংস্থার তরফ থেকে তাদের গ্রাহকদের ৩০ দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। এর পাশাপাশি রয়েছে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ১০০ টি করে এসএমএস জিও টিভি, জিও সিনেমা, জিও ক্লাউড, জিও সিকিউরিটি অ্যাপস সাবস্ক্রিপশন বিনামূল্যে। আর রয়েছে ২৫ জিবি ডেটা।

অন্যান্য রিচার্জ প্ল্যানগুলির ক্ষেত্রে প্রতিদিনের যে কোটা দেওয়া হয় অর্থাৎ ১ জিবি, ১.৫ জিবি বা ২ জিবি, তা শেষ হয়ে যাওয়ার পর ইন্টারনেট চালাতে গ্রাহকদের আলাদা করে অ্যাপড অন প্ল্যান রিচার্জ করতে হয়। কিন্তু ২৯৬ টাকার এই রিচার্জ প্ল্যানে গ্রাহকদের সেসব কিছু করতে হবে না, তারা চাইলে একদিনেই ২৫ জিবি ডেটা ব্যবহার করতে পারেন। আবার চাইলে তা সারা মাস ধরেও ব্যবহার করতে পারেন।