চন্দন কর্মকার : সাঁইথিয়ার তৃণমূল বিধায়ক নীলাবতী সাহাকে ঘিরে মঙ্গলবার ফের বিক্ষোভের ঘটনা ঘটতে দেখা গেল। এর আগেও একাধিকবার তিনি বিক্ষোভের সম্মুখীন হয়েছেন। মূলত সরকারি প্রকল্পের সুবিধা না পাওয়ার অভিযোগ তুলে তার বিরুদ্ধে সরব হন গ্রামবাসীরা।
মঙ্গলবার বিক্ষোভের এই ঘটনাটি ঘটেছে বীরভূমের সাঁইথিয়া বিধানসভার অন্তর্গত হাতোরা গ্রাম পঞ্চায়েতের জৈল্য গ্রামে। জানা গিয়েছে, এদিন তিনি ওই গ্রামে সরকারি প্রকল্পের প্রচারে যান। সে সময়ে গ্রামবাসীরা তাকে ঘিরে কেন তারা বিভিন্ন সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন তা তুলে ধরে প্রশ্ন করেন। ঘটনার সময় বিধায়ক নীলাবতী সাহার সাথে উপস্থিত ছিলেন সাঁইথিয়ার তৃণমূল ব্লক সভাপতি সাবের আলী খান সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা। গ্রামবাসীদের অভিযোগ, লীলাবতী সাহাকে সমস্যার কথা বলতে বাধা দেওয়া হয়।
ঘটনার সময় লক্ষ্য করা যায় গ্রামবাসীরা অভিযোগ করছেন বাড়িঘর, বার্ধক্য ভাতা ইত্যাদি নিয়ে। এমনকি সেখানে গ্রামবাসীদের এমনটাও বলতে দেখা যায়, ‘আমরা কি এই সকল সুযোগ-সুবিধা বয়স পেরিয়ে যাওয়ার পর পাবো?’
যদিও এই বিক্ষোভের ঘটনাকে মানতে চাননি বিধায়ক নীলাবতী সাহা। তিনি জানিয়েছেন, “বিক্ষোভ নয়। কতকগুলি কাজ হয়নি সেগুলির সমাধান হয়ে যাবে।”