সুখবর, আধার কার্ডের ৫টি জিনিস পরিবর্তন করতে কোনো ডকুমেন্ট লাগবে না

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের প্রতিটি নাগরিকদের কাছে বর্তমানে আধার নম্বর বা আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি হয়ে দাঁড়িয়েছে। আধার কার্ড ছাড়া সরকারি সামাজিক যোজনার সুবিধা উপভোগ করা যায় না। পাশাপাশি বর্তমানে আধার কার্ড ছাড়া প্যান নম্বর বাতিল হবে বলে ঘোষণা করা হয়েছে আয়কর দপ্তরের তরফ থেকে। এছাড়াও আধার কার্ড বা নম্বর গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে গ্যাস কানেকশন নেওয়ার ক্ষেত্রে, ভর্তুকিযুক্ত ডিজিটাল রেশন কার্ড পাওয়ার ক্ষেত্রেও। আগামীদিনে আরও বেশ কিছু ক্ষেত্রে আধারের বিপুল ব্যবহার বাড়বে বলেও মনে করা হচ্ছে। যে কারণে ভবিষ্যতে আধার ভারতীয় নাগরিকদের জীবনে অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে যেতে চলেছে তা অনস্বীকার্য।

Advertisements

Advertisements

আর যখন আধার নম্বর বা আধার কার্ড মানুষের জীবনে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে পড়ছে তখন এটিকে সঠিক তথ্য দিয়ে তৈরি করে রাখা প্রয়োজন। তবে তা সত্ত্বেও দেখা গিয়েছে নাগরিকরা সঠিক তথ্য দেওয়ার পরেও অনেক ক্ষেত্রেই আধারে কিছু না কিছু ভুল এসেছে। যেগুলি সংশোধন করা প্রয়োজন হয়ে ওঠে। আর এই সংশোধন করার জন্য নাগরিকদের সংশোধনের পরিপেক্ষিতে সাপোর্টিং ডকুমেন্ট লাগে। কিন্তু বর্তমানে UIDAI এর তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে আধারের ৫টি জিনিস পরিবর্তন করার ক্ষেত্রে কোন ডকুমেন্ট লাগবে না।

Advertisements

সম্প্রতি UIDAI এর তরফ থেকে টুইট করে জানানো হয়েছে যে, এখন থেকে আধার কার্ডের ফটোগ্রাফ, বায়োমেট্রিক, লিঙ্গ, মোবাইল নম্বর, ই-মেল আইডি সংশোধন বা পরিবর্তন করার ক্ষেত্রে নাগরিকদের কোনরকম সাপোর্টিং ডকুমেন্ট জমা দিতে হবে না। সে ক্ষেত্রে নাগরিকদের নিজের আধার কার্ড নিয়ে নিকটবর্তী আধার কেন্দ্রে যেতে হবে। আর আধার কেন্দ্রে যাওয়ার আগে অনলাইনে অ্যাপোয়েন্টমেন্ট বুক করে নিলে কাজটা আরও সহজ হয়ে যাবে।

এর পাশাপাশি এটাও জানানো হয়েছে যে আধার কার্ডে নিজের নাম, ঠিকানা এবং জন্ম তারিখ সংশোধন করার ক্ষেত্রেও পদ্ধতি অনেক সহজ করা হয়েছে। তবে এক্ষেত্রে নাগরিকদের অতি অবশ্যই সাপোর্টিং ডকুমেন্ট জমা দিতে হবে।

Advertisements